• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ফেসবুকে তুলকালাম ! প্রথমে সোহাগ পরে শাড়ি পরা সুন্দরীদের আন্টি সম্বোধন, রেগে আগুন তেলে বেগুন

ফেসবুকে তুলকালাম ! প্রথমে সোহাগ পরে শাড়ি পরা সুন্দরীদের আন্টি সম্বোধন, রেগে আগুন তেলে বেগুন

দুরন্ত গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

দুরন্ত গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

দুরন্ত গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

 • Share this:

  হাসিতে খুশিতে বা মজাতে জীবন অতিবাহিত করাই জীবনের অন্যতম বিশেষ গুণ ৷ হাসি বা মজাতে জীবন কাটানোই জীবনের অন্যতম লক্ষ্মণ ৷ মজা ঠাট্টা ইত্যাদিতেই সবাই নিজের নিজের মুহূর্তগুলি কাটি দিতে চান বারেবারে ৷ জীবনের বিভিন্ন প্রান্তে কঠিন বা সহজ সময় বারেবারে চলে গেলেও জীবনের বিভিন্ন ক্ষেত্রেও ৷ শত কঠিন পরিস্থিতিতেও মন চায় বারেবারে মজা করতে ৷

  এমন এই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওতে শাড়ি পরে ঘুরছেন সুন্দরীরা নানান অছিলায় তাঁদের থেকে বিভিন্ন জিনিসপত্র বা ঠিকানা জিজ্ঞাসা করেই বললেন আন্টি ৷ দুর্দান্ত গতিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে ৷ এক একবার করে ভিডিওটি বেশ আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ মজার ছলে আন্টি বলতেই হাসিমুখেই তাঁরা প্রতিবাদ করেছেন ৷

  বিভিন্ন ধরনের মেয়েদেরকে প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসা করার পরে তাঁদের জিঞ্জাসা করেছেন ৷ এতেই তুমুল মজার মুহূর্ত সৃষ্টি হয়েছে ৷ সেই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published: