corona virus btn
corona virus btn
Loading

'সাঁসো কো সাঁসো সে ঢলনে দো জরা' ভিডিওতে সোশ্যাল মিডিয়া তোলপাড় যুবতীর, মুহূর্তে ভাইরাল

'সাঁসো কো সাঁসো সে ঢলনে দো জরা' ভিডিওতে সোশ্যাল মিডিয়া তোলপাড় যুবতীর, মুহূর্তে ভাইরাল

এ এক দারুণ মুহূর্ত প্রতিটি মুহূর্তেই ক্রমশই বাড়ছে ভিউ

  • Share this:

#কলকাতা: প্রযুক্তি যতই এগোচ্ছে ততই ততই সেই প্রযুক্তিকে সঙ্গে নিয়েই মানুষও এগোচ্ছে জীবনের গতিপথে ৷ দুঃখ, সুখ, আশা, ভালবাসা এই নিয়েই জীবনের গতিপথে এগিয়ে চলে জীবনের নানান ইচ্ছেরা ৷ তেমনই এক যুবতীর টিকটক ভিডিওতে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ 'সাঁসোকো সাঁসো সে' নিমেষেই ভাইরাল হয়েছে ভিডিওটি ৷

এক ঘেয়ে জীবনের পাকচক্রে জীবন যখন জরাজীর্ণ হয়ে ওঠে ঠিক তখনই একটু ঠিক তথখনই মূল স্রোতে ফিরতে প্রয়োজন হয় একটি বিনোদন ৷ একটু আনন্দ, একটু মজা ৷এই বিনোদনই জীবনকে যোগায় অনেক কিছুই ৷

তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাসও ফিরে আসে ৷ আত্মবিশ্বাস ফিরে পেলেই জীবনের অনেক বড় কাজই সম্পন্ন ৷ এমনই এক সোশ্যাল মিডিয়া মাত করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷

First published: September 9, 2019, 2:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर