হোম /খবর /লাইফস্টাইল /
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণী, দুর্দান্ত কবিতা আবৃত্তি করে কড়েছেন সবার নজরও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণী, দুর্দান্ত কবিতা আবৃত্তি করে কড়েছেন সবার নজরও

শুভ দাশগুপ্তের অন্যতম মন ভাল করে দেওয়ার কবিতা শুনে মন ভরিয়েছেন সবাই

  • Last Updated :
  • Share this:

বাংলা সাহিত্যের জগতে কবিতা একটি বড় জায়গা গ্রহণ করে রয়েছে ৷ কবিতা বা আধুনিক কবিতা যাই বলি না কেন ৷ কবিতা বা আধুনিক কবিতার মধ্যে একটি আপাত বিরোধ রয়েছে অনেকে দাবি করেন সব কবিতাই আধুনিক ৷ তার দৃষ্টিভঙ্গি বিস্তৃত, আধুনিকতায় পরিপূর্ণ তার সুর, তাল, ছন্দ, অলঙ্কার কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ৷ সব গানই যেমন আধুনিক তেমনই সব কবিতাও আধুনিক কবিতা ৷

এই তর্ক বা বিতর্কে না গিয়ে যদি একটু অন্যভাবে বলা যায় তবে দেখতে পাওয়া যাবে ৷ তবে নতুন ধারার বেশ কয়েকজন কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি শুভ দাশগুপ্ত ৷ একাধিক কবিতায় তিনি পাওয়া গিয়েছে অত্যন্ত গভীর ও গুঢ় তত্ত্ব ৷ কবি শুভ দাশগুপ্তর বেশ কিছু কবিতা মন জয় করেছে ৷ সেই গুলি হল আমিই সেই মেয়ে, রাত বাড়ছে, নষ্ট সময়ে স্পষ্ট কথা, আমার বুবান, এ কোন সকাল, দিদি-সহ একাধিক কবিতায় এক নচুন চিন্তাদারার জন্ম দিয়েছেন ৷

সেই শুভ দাশগুপ্তের কবিতায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক তরুণী ৷ মুহূর্তেই তুমুল গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যিনি ফেসবুকে গানটি আপলোড করেছেন আবেদন করেছেন ৷ ত্রুটি থাকলেও না দেখে উৎসাহ যোগানোর জন্য আবেদন করেছেন ৷ সাহিত্য রস আস্বাদন করার বার্তাই দিয়েছেন ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Subho Dasgupta, Super video, Viral Video