বাংলা সাহিত্যের জগতে কবিতা একটি বড় জায়গা গ্রহণ করে রয়েছে ৷ কবিতা বা আধুনিক কবিতা যাই বলি না কেন ৷ কবিতা বা আধুনিক কবিতার মধ্যে একটি আপাত বিরোধ রয়েছে অনেকে দাবি করেন সব কবিতাই আধুনিক ৷ তার দৃষ্টিভঙ্গি বিস্তৃত, আধুনিকতায় পরিপূর্ণ তার সুর, তাল, ছন্দ, অলঙ্কার কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ৷ সব গানই যেমন আধুনিক তেমনই সব কবিতাও আধুনিক কবিতা ৷
এই তর্ক বা বিতর্কে না গিয়ে যদি একটু অন্যভাবে বলা যায় তবে দেখতে পাওয়া যাবে ৷ তবে নতুন ধারার বেশ কয়েকজন কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি শুভ দাশগুপ্ত ৷ একাধিক কবিতায় তিনি পাওয়া গিয়েছে অত্যন্ত গভীর ও গুঢ় তত্ত্ব ৷ কবি শুভ দাশগুপ্তর বেশ কিছু কবিতা মন জয় করেছে ৷ সেই গুলি হল আমিই সেই মেয়ে, রাত বাড়ছে, নষ্ট সময়ে স্পষ্ট কথা, আমার বুবান, এ কোন সকাল, দিদি-সহ একাধিক কবিতায় এক নচুন চিন্তাদারার জন্ম দিয়েছেন ৷
সেই শুভ দাশগুপ্তের কবিতায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক তরুণী ৷ মুহূর্তেই তুমুল গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যিনি ফেসবুকে গানটি আপলোড করেছেন আবেদন করেছেন ৷ ত্রুটি থাকলেও না দেখে উৎসাহ যোগানোর জন্য আবেদন করেছেন ৷ সাহিত্য রস আস্বাদন করার বার্তাই দিয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Subho Dasgupta, Super video, Viral Video