corona virus btn
corona virus btn
Loading

মুহূর্তেই অট্টালিকার দেওয়াল বেয়ে ওঠা, শূন্যে হাঁটা-ঘুরে ঘুরে পরোটা প্রস্তুত, ভিডিও ভাইরাল

মুহূর্তেই অট্টালিকার দেওয়াল বেয়ে ওঠা, শূন্যে হাঁটা-ঘুরে ঘুরে পরোটা প্রস্তুত, ভিডিও ভাইরাল

এমন দুর্দান্ত ভিডিও আগে অনেকেই দেখেননি

  • Share this:

হয়তো একেই বলে দক্ষতা যা দেখলে রীতিমত কপাল উঠবে চোখ ৷ ভাবাই যায়না যে কল্পনাতেই আসেনা এমনটা ৷ এই ভিডিওতে এমন লক্ষ্য করা গিয়েছে যেখানে যেখানে দুরন্ত গতিতে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে একদল মানুষ ৷ অত্যন্ত দক্ষতায় রুমালি রুটি করছেন একজন মানুষ রীতিমত নাচের ভঙ্গিতে তিনি করছেন ৷ একই সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে একজন শূন্যে হাঁটছেন ৷

একই সঙ্গে অনবদ্য শিল্পসৃষ্টিতে ফুটে উঠেছে এক মহিলার মুখ ৷ সবই যেন আশ্চর্যের থালায় উপরে থার্মোকলের প্লেটে খাবার দেওয়ার আগে ছুঁড়ে ছুঁড়ে তা পরিবেশন করছেন ৷ একই সঙ্গে দেখা গিয়েছে ফুলপ্যান্ট পড়ে জাল নিয়ে মাঝ ধরতে নেমেছেন একজন ৷ সবজি কেটে নানান রকমের কারুকার্য করেছেন তিনি দূর থেকে মনে হচ্ছে যেন ইলেকট্রিকের এক্সটেনশন কর্ড ৷

নানান তালও ছন্দে ভরা অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে ৷ সেই ভিডিওই আপাতত চর্চায় রয়েছে ৷ মুহূর্তের মধ্যে ভিডিওটি সবার নজর কেড়েছে পেয়েছে প্রশংসাও ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

First published: November 30, 2019, 11:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर