corona virus btn
corona virus btn
Loading

বিয়েবাড়িতে বন্ধুদের দুষ্টু-মিষ্টি উপহারে লজ্জায় লাল নতুন বরবউ, তালিকায় বড়সড় চমক

বিয়েবাড়িতে বন্ধুদের দুষ্টু-মিষ্টি উপহারে লজ্জায় লাল নতুন বরবউ, তালিকায় বড়সড় চমক

ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

ফেসবুকে এমন এক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ বিয়েবাড়িতে বন্ধুদের বড়সড় চমক ৷ বন্ধুর বিয়েবাড়িতে একে একে করে বন্ধুরা প্রবেশ করেছেন সবারই হাতে কিছু না কিছু উপহার ৷ উপহারের ডালি নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছেছেন বন্ধুরা ৷ কারো হাতে রাধাকৃষ্ণের ছবি, কেউ নিয়ে এসেছেন পুষ্পস্তবক, কারও হাতে ব্যাট ও বল ৷

এ হেন উপহারের ঘটা দেখে সবাই চমকে গিয়েছেন ৷ তবে নতুন বর ও বউয়ের মুখে বিরক্তির বিন্দুমাত্র চিহ্ন নেই ৷ তাঁরা হাসি মুখে অতিথিদের সঙ্গে বন্ধুবান্ধবের উপহার গ্রহ করছেন ৷ মূলত বিয়েবাড়ির মজা সব সময়েই আকৃষ্ট করে সবাইকে ৷ নানান ধরনের মানুষ বিভিন্ন রীতিনীতি, সুগন্ধির ভুরভুরে আমেজ, প্রচুর আনন্দ দেদার মজা ৷ ঘর ভর্তি বন্ধুবান্ধবের সঙ্গে বেশ কিছুটা অন্তরঙ্গের মুহূর্ত কাটানো ৷

এমন সময় নিয়ে সাদারণ মানুষের জীবন রেঙে ওঠে ৷ সব হিসাবের মাঝেই জীবন যেন খুঁজে পায় নানান হিসাব ৷ জীবনের পথের প্রতিটি ক্ষেত্রেই এক নতুন পথের দিশা দেয় ৷

First published: February 29, 2020, 6:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर