corona virus btn
corona virus btn
Loading

অলস দুপুরের আলসেমি ! দুই বিড়ালছানার গল্প, আনন্দে ঘুম দিচ্ছে জুতোর ভিতরে, ভিডিও ভাইরাল

অলস দুপুরের আলসেমি ! দুই বিড়ালছানার গল্প, আনন্দে ঘুম দিচ্ছে জুতোর ভিতরে, ভিডিও ভাইরাল

এক এক দুর্দান্ত অনুভূতির সৃষ্টি করেছে

  • Share this:

কখনও দুষ্টুমি তো কখনও খেলাধূলা বা খাওয়া দাওয়া সঙ্গীর সঙ্গে এক দারুণ আনন্দে দিন কাটানো ৷ কোনও চিন্তা নেই, নেই কোনও ভাবনা ৷ এক দারুণ জীবনের মধ্যে দিয়েই কাটে চিন্তা ভাবনাহীন জীবন ৷ না কোনও মানব শিশু অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছেনা, কথা বলা হচ্ছে দুটি বিড়ালছানার গল্প ৷ যেখানে দুটি বিড়ালছানার মধ্যে একটি ছানা জুতোর মধ্যে আরাম করে ঘুমাচ্ছে আর একটি ঠিক কায়দা করে উঠতে পারছেনা কীভাবে জুতোর ভিতরে মানিয়ে নেবে ৷

এমনই এক মজার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ বিড়াল গৃহপালিত প্রাণী গৃহস্থের অনেক ঘরেই বিড়ালকে দেখতে পাওয়া যায় ৷ এ এক দারুণ ভিডিও অত্যন্ত দুর্দান্ত অভিব্যক্তি যা রীতিমত এক আলাদা অনুভূতির সৃষ্টি করেছে ৷

First published: November 13, 2019, 6:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर