corona virus btn
corona virus btn
Loading

মানুষ না পুতুল ! এক্কেবারে পুতুলের মত আদব কায়দায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতী

মানুষ না পুতুল ! এক্কেবারে পুতুলের মত আদব কায়দায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতী

ভাললাগার এক অন্য প্রান্ত উপস্থিত হয়েছে

  • Share this:

রক্ত মাংসের মানুষ না দম দেওয়া পুতুল ঠিক ভালভাবে বোঝাই যাচ্ছেনা ৷ এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ এক মহিলাকে দেখে মনে হয়েছে যেন তিনি পুতুল হাত নাড়ছেন, পা নাড়ছেন, একই সঙ্গে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিতে রীতিমত মন কেড়েছে সকলের বিভিন্ন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমত সমস্ত মহলের প্রশংসা পেয়েছেন ৷

যেমন এমন শিল্প সৃষ্টি ভারতীয় সংস্কৃতির অন্যতম উদাহরণ হিসাবে ধরা হয়ে কেননা ৷ পুতুল নাচ, ঝুমুর, বিহু ছৌ যেমন ভাবে ভারতীয় সংস্কৃতির অন্যতম নিদর্শন সেই পুতুল নাচের ইতিকথা নিয়ে কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা ৷

সেই পুতুল নাচই নির্দিষ্ট ও মূল্য উপজীব্য হয়েছে ভিডিওটির ৷ তাই মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ অসাধারণ এই ভিডিওটি না দেখলে অনে কিছুই সুপার মিস হতে পারে ৷

First published: November 18, 2019, 3:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर