corona virus btn
corona virus btn
Loading

মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ফুলে ঢাকা, সবাইকে চমকে বিয়ে করতে চললেন বর

মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ফুলে ঢাকা, সবাইকে চমকে বিয়ে করতে চললেন বর

ফেসবুকে ভিডিওটি বুলেটের গতিতে ভাইরাল হয়েছে

  • Share this:

বিয়ের মরশুমের সব থেকে বড় চমক বিয়ে করতে যাচ্ছেন বর মাথার চুল থেকে প্রায় পা পর্যন্ত ঢাকা ফুলে ৷ এই নিয়েই বিয়ের আসরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন বর ৷ শরীরের কোনও অংশই খালি নয়, দেখাও যাচ্ছেনা ফুলে ফুলে ঢাকা ৷ চারদিকে বিয়েবাড়ি চলছে সেই বিয়েবাড়ির নিয়েই এক এক রকমের চমক চোখে পড়ে ৷

যেমন ভাবে বলা যেতে পারে বিয়ের আগে কোনে নিজেই কাঁরপিয়ে দিয়েছে নেচে বা ৷ বরকনে দুর্দান্ত নেচেছেন বিয়ের আসরে ৷ বিয়ের আসরে বিয়ে হওয়ার পরে নতুন বউ বরের সামনে প্রথম পারফরমেন্সেই চমকে দিয়েছেন ৷ কখনও আবার দেওরের বিয়েতে দেখতে পাওয়া গিয়েছে বিয়েতে বউদি তুমুল ভাবে নেচেছেন বউদি তুমুল গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

সেই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই ভিডিওটি আপাদ মস্তক ফুলে নিজেকে ঢেকে বর চলছেন বিয়ে করতে ৷ কোনও প্রমোশনাল ভিডিও হতে পারে এই ভিডিওটি ৷ যদিও ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷

Published by: Arjun Neogi
First published: February 15, 2020, 2:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर