Home /News /life-style /

হাঁটতে পারেনা তবুও ঘুমন্ত বাবার মুখে পা থেকে মোজা খুলে ঠুসে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশু

হাঁটতে পারেনা তবুও ঘুমন্ত বাবার মুখে পা থেকে মোজা খুলে ঠুসে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশু

তীব্র গতিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  বাবা ও সন্তানের মধ্যে এক আলাদা মধুর সম্পর্ক থাকে ৷ এই সম্পর্কের বিশেষত্ব মোটেই কারোর কাছে আলাদ নয় ভালতে, মন্দতে, আলোতে কালোতে, বাবার সঙ্গে জড়িয়ে থাকে সন্তানের এক আলাদা অনুভূতি ৷ সংসারের একটি বটগাছের নাম বাবা, সমস্ত ঝড় ঝাপটা থেকে বাবাই একটি সংসারকে বাঁচিয়ে রাখেন ৷ নিজের গাম রক্ত দিয়ে সংসারে বাড়িয়ে তোলেন, লালন পালন করে একটি সংসারকে পরিপূর্ণ করে তোলেন একজন বাবা ৷ বাবা সন্তানের এমন এক সম্পর্কের ভিডিও বারেবারে ভাইরাল হয়েছে ৷

  এর থেকে বারেবারে বাবা ও সন্তানের এক দুষ্টু-মিষ্টি সম্পর্ক ফুটে উঠেছে ৷ তাক লাগানো ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে দেখতে পাওয়া গিয়েছে বাবার সঙ্গে সন্তান শুয়ে আছে কিন্তু তাতেও কিছুই হয়নি ৷ এবার মজার বিষয়টি এটা হল ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে বাবা অঘোরে ঘুমোচ্ছে তাঁর মুখে কাপড় ঠুসে দিচ্ছে দুধের শিশু ঝড়ের গতিতেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ একনজরে দেখে নিন সেই ভিডিওটিই আরও একবার ৷

  বাবা ও সন্তানের সম্পর্কের এক চূড়ান্ত নিদর্শনের ভিডিওটি দুর্বার গতিতে ছড়িয়ে পড়েছে ৷ একনজরে দেখে নিন সেই ভিডিওই আরও একবার ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Vedio

  পরবর্তী খবর