হোম /খবর /লাইফস্টাইল /
মালাবদলের পরে নতুন বউকে গোপন প্রশ্ন ! নিমন্ত্রিতদের মাঝে তুলেছে ঝড়

মালাবদলের পর নতুন বউকে গোপন প্রশ্ন ! হয়েছে তোলপাড়, নিমন্ত্রিতদের মাঝে তুলেছে ঝড়, তুমুল গতিতে ভাইরাল ভিডিও

গোপন প্রশ্নতে কেঁপেছে বিয়ের আসর

  • Last Updated :
  • Share this:

অনেক স্বপ্ন বা সাধনা নিয়েই প্রতিটি মানুষের জীবন শুরু হয় ৷ বিয়ে জীবনের এমন এক অনুভূতি যা জীবনকে বদলে দেবে ৷ বিয়ের পরেই প্রতিটি মানুষকে জীবনে কিছু কিছু বদল আনতে হয় ৷ এক মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া ৷ এই নিয়েই প্রতিটি মানুষকেই চলতে হয় ৷ জীবনের গল্প যতই অল্প হোক না কেন ৷

দিনের পর দিন নানান অভিজ্ঞতায় জীবন ভরে ওঠে ৷ বিয়ের প্রতিটি মন্ত্র বা প্রতিটি রীতিনীতি জীবনে বেশ খানিকটা প্রভাব ফেললেও জীবন হয়ে ওঠে আরও সুন্দর ৷ বিয়ের প্রতিটি সামাজিক রীতির অনেক প্রভাব আছে ৷ যেমন ভাবে খই পোড়ানোর রীতি এসেছে লজ্জা বিসর্জন দেওয়ার বিষয়েই কেননা ৷ খই হল লজ্জার প্রতীক তাই তাকে পুড়িয়ে একজন পুরুষ ও বা নারী প্রকাশ্যে একে অপরকে জড়িয়ে ধরেন ৷

তাই বাবা-মাকে ছেড়ে অন্যের বাড়ির জন্য লজ্জা বিসর্জন দিতে হয় ৷ এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভিডিওতে দারুণ শুভ বিবাহের বিষয়টি ফুটে উঠেছে ৷ একটি গোপন প্রশ্ন তোলপাড় করেছে, গোপন প্রশ্নটি হল বরের সঙ্গে বউয়ের উচ্চতার বেশ খানিকটা পার্থক্য রয়েছে, তাই উপস্থিত আত্মীয়দের মধ্যে একজন বলেছিলেন দু'জন পাশাপাশি দাঁড়াও ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video