Home /News /life-style /
জমজমাট পাকাদেখা ! হবু বর-বউয়ের সুপারহিট হিন্দি গানে কাঁপানো নাচ, তুমুল গতিতে ভাইরাল

জমজমাট পাকাদেখা ! হবু বর-বউয়ের সুপারহিট হিন্দি গানে কাঁপানো নাচ, তুমুল গতিতে ভাইরাল

হবু বর-বউয়ের নাচ দেখার মত, উপস্থিত বিভিন্ন ব্যক্তিদের ঝড় তুলেছেন

 • Share this:

  জমজমাট পাকাদেখার মঞ্চ ! বিয়ে প্রতিটি মানুষের কাছে স্বপ্নের কেননা মধ্যবিত্তের কাছে ধারণা থাকে একটাই লেখাপড়া করে বড় হতে হবে হতে হবে ৷ লেখাপড়া শিখে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হতে হয় সবাইকেই ৷

  ঠিক এই কারণেই প্রতিটি বাবা-মা সন্তানকে মানুষ করেন ৷ যাতে সময়ের সঙ্গে সঙ্গে তার সন্তান উপযুক্ত হয়ে ওঠে ৷ এমনই এক ভিডিও দেখতে পাওয়া গিয়েছে বিয়ের পাকাদেখাতে হবু বর কনের একে অপরকে জড়িয়ে তুমুল নাচ ৷ জোরদার গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷ সব থেকে বড় বিষয় হল যে শুধুই বিয়ের আগে পাকাদেখার আঅসরে ভর্তি লোকজন তার মাঝেই ঘর বাঁধার স্বপ্ন দেখছেন এক জুটি ৷ রুস্তম ছবির গানে দুই জন তুমুল নেচেছেন ৷ এমন এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ৷

  সব মিলিয়ে এক জমজমাট পরিবেশের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝাপিয়ে ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিও দুর্দান্ত প্রভাব ফেলেছে ফেসবুকে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Super Viral, Viral Video

  পরবর্তী খবর