সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তেরে নাম সে জি লু তেরে নাম সে মর যাওয়া ৷ তবলার জমিয়েছেন সুর ৷ সঙ্গে এক বন্ধুর গিটারের তুফানে জমজমাট জলসা এক আলদা মাত্রা নিয়েছে ৷ গানটি শুধুই কোনও একটি বিশেষ বয়সকে কেন্দ্র করেই জনপ্রিয় হয়নি আসলে গানটি সমস্ত বয়সের মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে ৷ গ্রাম থেকে শহর তোলপাড় করা গানে এক যুবক সুরেলা গলায় গেয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছে ৷ তার প্রমাণই হল গানটি প্রতিটি স্থান, কাল ও পাত্রকে ছাপিয়ে গিয়েছে, রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
সাড়ে তিন মিনিটের ভিডিও ফেসবুকে ঝড় তুলেছে ৷ এরই মধ্যে লাইক ও শেয়ার পৌঁছেছে প্রায় ৩৮ হাজারেরও বেশি ৷ প্রায় দেড় হাজার কমেন্ট ও ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ ভিউ করেছেন ৷ এক প্রবল প্রভাব বিস্তার করেছে ৷ গান গাওয়ার এক বিশেষ ভঙ্গিতেই বাজিমাত করেছেন তিনি ৷ মুহূর্তেই বদলেছে ভাললাগার, ভালবাসার সংজ্ঞা ৷ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বাড়তি আগ্রহ জুগিয়েছে গানটি ৷
যুবকের গানে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন সাধারণ মানুষ ৷ ক্রমশই সবার কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে ৷ এক আলাদা মেজাজ সৃষ্টি করেছে, এক নজরে দেখে নেওয়া যাক সেই গানটিই ৷