• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • আশা ভোঁসলে-মহম্মদ আজিজের গানে নেচে উঠলের সুস্বাস্থ্যের অধিকারী যুগল, কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া

আশা ভোঁসলে-মহম্মদ আজিজের গানে নেচে উঠলের সুস্বাস্থ্যের অধিকারী যুগল, কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া


এই দু'জনের কাঁপানো নাচের ভিডিও তুমুল গতিতে ভাইরাল

এই দু'জনের কাঁপানো নাচের ভিডিও তুমুল গতিতে ভাইরাল

এই দু'জনের কাঁপানো নাচের ভিডিও তুমুল গতিতে ভাইরাল

 • Share this:

  ভারতীয় চলচ্চিত্রের জগতের ক্ষেত্রে কিষণ কানাইয়া ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ছবিতে দেখতে পাওয়া গিয়েছে মাধুরী দীক্ষিত নেনে ও অনিল কাপুরকে ৷ সব থেকে বড় কথা এই ছবির গানগুলি হল এক সে বার কর এক অর্থাৎ অত্যন্ত ভাল ও জনপ্রিয় ৷ ১৯৯০ সালে ছবিটি সর্বত্র মুক্তি পেয়েছিল ৷ ছবির এই অন্যতম সুপারহিট গান কুছ হো গয়া কেয়া হো গয়া গানটি মাধুরীকে দারুণ লাগছে, একই সঙ্গে পাল্লা দিচ্ছেন অনিল কাপুরও ৷ আশা ভোঁসলে ও মহম্মদ আজিজের অনবদ্য গানটি মনে ঝড় তুলেছে ৷

  পাহাড়ের কোলে পাহাড়ি নীচ দর্শকদের এক আলাদা ভাললাগার পরিচয় বহন করেছে ৷ মাধুরী-অনিল কাপুর শুধুই এই ছবি নয় এক সঙ্গে অনেক ছবিতেই অভিনয় করে এক সুপাহিট জুড়িতে অভিনয় করেছেন মাধুরী-অনিল অভিনীত বেটা, রামলক্ষ্মণ, রাজকুমার, পুকার-সহ একগুচ্ছ সুপারহিট ছবি উপহার দিয়েছেন ৷ মাধুরী-অনিল কাপুর অভিনীত কিষণ কানাইয়া ছবির গান কুছ হো গয়া কয়া হো গয়া গানটি এক দম্পতি নেচেছেন ৷

  তাঁদের নাচের সুপারহিট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published: