• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • সুরেলা গলায় ফাঁকা ক্লাসরুমে যুবতীদের গানে তুলকালাম ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সুরেলা গলায় ফাঁকা ক্লাসরুমে যুবতীদের গানে তুলকালাম ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওখালি গলায় গান গেয়ে ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছেন যুবতী

খালি গলায় গান গেয়ে ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছেন যুবতী

খালি গলায় গান গেয়ে ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছেন যুবতী

 • Share this:

  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন যুবতী ৷ সোশ্যাল মিডিয়া জুড়েই শুধুই নাম ও ছবিও যুবতীর ক্লাস রুম কাঁপিয়েছেন দুর্দান্ত গানে ৷ এক আলাদা ভাল পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ তিনি একা নন তাঁর সঙ্গে বাকি বান্ধবীরাও গলা মিলিয়েছেন সব মিলিয়ে এক চূড়ান্ত ভাললাগার পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ দুর্দান্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ক্লাস রুমে ঝড় বাইরে পর্যন্ত আছড়ে পড়েছে ৷

  গলায় রাজকুমারীর চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার ৷ সুরেলা কন্ঠে গানটি গেয়ে সবাইকে রীতিমত কাঁপিয়েছেন, মাতিয়েছেন ৷ এক তুমুল পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ জীবনের এমন মায়াময়তা জীবনকে বারেবারে সমৃদ্ধ করে থাকে ৷ মনের ও প্রাণের প্রতি স্পন্দন জীবনকে বারেবারে সমৃদ্ধ করে থাকে ৷ গানের সঙ্গে সুর, তাল ও লয় সঙ্গে বন্ধুদের সমর্থন যদি পাওয়া যায় সেই প্রয়াস ভাল না হয়ে থাকতেই পারেনা ৷ দুর্দান্ত গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিমেষেই বেড়েছে ভিউ ৷

  সুপার এক্সপ্রেস গতিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে ৷ শুধুই ভিডিওটি ভাইরাল হয়েছে তাই নয় ৷ ভাললাগার সমস্ত কিছুকেই হার মানিয়ে দিয়েছে ৷ এক নজরে দেখে নিন, সেই ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published: