• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • হোলির রং সিঁথির সিঁদুরে মিলেমিশে একাকার, শাড়ি পরে সুপারহিট হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন যুবতীরা

হোলির রং সিঁথির সিঁদুরে মিলেমিশে একাকার, শাড়ি পরে সুপারহিট হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন যুবতীরাএকদল যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে

একদল যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে

একদল যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে

 • Share this:

  ফের সোশ্যাল মিডিয়া কেঁপেছে যুবতীদের শাড়ি পরে নাচে তাঁরা একদিকে হোলির আনন্দে মেতেছেন বেছে নিয়েছেন সুপারহিট হিন্দি গান যা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ও শরাবি কয়া শরাবি দিল মে জিসকা গম না হো ৷

  গানটিতে কাঁপিয়েছেন নেচে ৷ গানটি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে ঝড় তুলেছিল ৷ শুধুই একজন নয় একসঙ্গে বেশ কয়েকজন রমণী সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ প্রতমে শাড়ি ও পরে নীল শাড়িতে নেচে, নিঁখুত এক্সপ্রেশনে তুমুল আলোড়ন করেছেন তিনি ৷ প্রথমে এক যুবতী নেচেছেন উপস্থিত সবাই রীতিমত এক অন্য আবেগের আবহে ভেসেছেন ৷

  দুর্দান্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়েছে ৷ তবে হোলির আনন্দ কয়েক গুণ হয়েছে ৷ যখন বান্ধবীদের উপস্থিতিতে তুমুল নাচের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এক নজরে দেখে নিন সেই ভিডিও আরও একবার ৷

  Published by:Arjun Neogi
  First published: