corona virus btn
corona virus btn
Loading

ছোট্ট মেয়ের রঙ্গোবতি নাচে উত্তাল ফেসবুক, উঠেছে ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে

ছোট্ট মেয়ের রঙ্গোবতি নাচে উত্তাল ফেসবুক, উঠেছে ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে
  • Share this:

বর্তমানে রঙ্গোবতি গানটি অত্যন্ত পরিমাণে জনপ্রিয় হয়েছে ৷ সেই গানের একের পর এক ভিডিও ক্রমশই ভাইরাল হয়েছে ৷ সেলিব্রটি থেকে সাধারণ মানুষ সকলেই এই গানের সঙ্গে নেচে এক বিশেষ ভাললাগার মুহূর্ত সৃষ্টি করেছেন ৷ ছোট থেকে বড়, সবার পছন্দের তালিকায় রঙ্গোবতি গানটি রয়েছে ৷ জনপ্রিয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি গোত্রতে এই গানটি রয়েছে ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অপরাজিতা আঢ্য, সোনালি চৌধুরী থেকে মনামী ঘোষ, প্রত্যেকেই এই রঙ্গোবতি গানে চ্যালেঞ্জ নিয়েছেন, অর্থাৎ গানটি খুব সুন্দর করে নেচেছেন ৷ তেমনই এক ছোট্ট মেয়ের গানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ৷ সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া গানটি অত্যন্ত জনপ্রিয়া হয়েছে ৷

যেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে একটি ছোট্ট মেয়ের নাচের এক সরল ভঙ্গি প্রকাশ পেয়েছে ৷ সব শেষে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছেন ৷ ভিডিওটিই যাবতীয় তথ্যকে প্রমাণ করেছে ৷

First published: October 19, 2019, 10:27 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर