যব ভি কই লড়কি দেখু মেরা দিলদিওয়ানা বোলে ওলে ওলে ৷ এই গানটি ইয়ে দিল লগি ছবির গান ৷ যশ চোপড়া নির্দেশিত ছবিতে অভিনয় করচিলেন সইফ আলি খান ও কাজল ৷ ইয়ে দিল লগি ছবির প্রতিটি গান এক আলাদা মাত্রা বহন করেছে ৷ অভিজিতের কন্ঠে গানটি সেই সময়ে ঝড় তুলেছিল সইফ আলি খান দুর্দান্ত ভাবে নেচেচিলেন গানটিতে ৷
বলা যেতে পারে যে সইফ আলি খানের জীবনের প্রথম দিকের ছবিতে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ আজ থেকে প্রায় ২ দশকেরও বেশি সময় আগের গান এখনও সমান তালে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ৷ কেননা সেই ভাললাগার গানের গুরুত্ব আজও একই রয়েছে ৷ ছবিটিতে এক অনবদ্য ভূমিকায় কাজলকে পেয়েছেন তাং তামাম ভক্তরা ৷ জীবনের বিভিন্ন ক্ষেত্রে এক বড়সড় পার্থক্য গড়ে উঠেছে ৷
সেই ভিডিওতে দুর্দান্ত নাচ নেছেছেন এক যুবত ও যুবতী ৷ ভিডিওটি দুর্ধর্ষ গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Super video, Viral Video