Home /News /life-style /

সুপারহিট দাদু ! জনপ্রিয় হিন্দি গানে জমাটি নেচে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ঝড় তুলেছেন

সুপারহিট দাদু ! জনপ্রিয় হিন্দি গানে জমাটি নেচে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ঝড় তুলেছেন

তীরের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে

 • Share this:

  সুপারহিট দাদুর নাচে গোটা সোশ্যাল মিডিয়া রীতিমত কেঁপে উঠেছে ৷ জনপ্রিয় হিন্দি গানে সবাইকে পিছনে ফেলে এক বয়স্ক মানুষ নেচেছেন সেই ভিডিও দাপিয়ে বেরিয়েছে কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিও একবার নয় ফেসবুকে বারেবারে ঝড় তুলেছে ৷ প্রতিটি ক্ষেত্রেই এক বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে ৷ সুপারহিট হিন্দি গানে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ গানটি জোশ সিনেমার ৷ হারে হারে হারে হারে হামতো দিলসে হারে ৷ এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়া গিল ও চন্দ্রচূড় সিং ৷

  এই দুর্দান্ত গানে সোশ্যাল মিডিয়া কাঁপানো নাচে তোলপাড় করেছেন তিনি ৷ দারুণ ও দুর্দান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ একবার নয় বারবার দেখেও কিছুতেই মেটেনা ভিডিওটির দেখার শখ, দুরন্ত গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ একনজের দেখে নিন সেই সুপার ভিডিওটি ৷ যা একবার নয় বারবার মনে ও প্রাণে ঝড় তুলবে ৷

  আনবে তুফান ৷ এতটাই তীব্র আকর্ষণ যে না দেখে পারায় যায়না ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Facebook viral, Super video, Viral Video

  পরবর্তী খবর