• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ফের আজা নাচলে মাধুরী, দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সুপার ভাইরাল

ফের আজা নাচলে মাধুরী, দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সুপার ভাইরালঠিক আগের মতই ঝড় তুলেছেন তিনি

ঠিক আগের মতই ঝড় তুলেছেন তিনি

ঠিক আগের মতই ঝড় তুলেছেন তিনি

 • Share this:

  তাঁর নাম মাধুরী দীক্ষিত নেনে ৷ বলিউডের ধকধক গার্ল একের পর এক সুপরাহিট ছবিতে অভিনয় করেছেন শাহরুখ, সলমন, আমির থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মত সুপারস্টারের সঙ্গে অভিনয় করে এক আলাদা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি সকলের কাছেই এক বড় উদাহরণ বা অনুপ্রেরণা ৷

  তাঁর ভক্ত সংখ্যা বেশ বড় অনেক সময়েই প্রিয় নায়িকার মোহে অন্ধ হয়ে কিংবদন্তিদের সঙ্গে তুলনা করতেন সবে সিনেমার জগতে আসা মাধুরীর সঙ্গে ৷ এক দো তিন থেকে দেখা হ্যায় পহেলিবার গানের সঙ্গে সাজন ছবির অন্যতম অনবদ্য গানে মাতিয়ে তুলেছেন সবাইকে ৷ আট থেকে আশি সবারই কাছে একটি বিশেষ প্রভাব ফেলেছে ৷ বিভিন্ন তারকার কাছে এ এক দারুণ অনুভূতি ৷ মাধুরীকে নাচতে দেখলেন তাঁর অগণিত ভক্তরা যেন বেঁচে থাকার আলাদা এক শক্তি পান ৷ মাধুরী দীক্ষিত নেনে এক অনবদ্য প্রতিবার অন্য নাম ৷

  বিয়ের পরে বেশ কয়েক বছর তিনি সিনেমা থেকে একটু দূরে ছিলেন ৷ তারপর ফের আজা নাচলে ছবিতে ফিরে আসেন বলিউডে তাঁর আজা নাচলে ছবি নিয়ে ৷ সেই ছবির গানেই ফের মাধুরীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একনজরে দেখে নিন সেই ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published: