Home /News /life-style /
ফের আজা নাচলে মাধুরী, দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সুপার ভাইরাল

ফের আজা নাচলে মাধুরী, দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সুপার ভাইরাল

ঠিক আগের মতই ঝড় তুলেছেন তিনি

  • Last Updated :
  • Share this:

তাঁর নাম মাধুরী দীক্ষিত নেনে ৷ বলিউডের ধকধক গার্ল একের পর এক সুপরাহিট ছবিতে অভিনয় করেছেন শাহরুখ, সলমন, আমির থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মত সুপারস্টারের সঙ্গে অভিনয় করে এক আলাদা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি সকলের কাছেই এক বড় উদাহরণ বা অনুপ্রেরণা ৷

তাঁর ভক্ত সংখ্যা বেশ বড় অনেক সময়েই প্রিয় নায়িকার মোহে অন্ধ হয়ে কিংবদন্তিদের সঙ্গে তুলনা করতেন সবে সিনেমার জগতে আসা মাধুরীর সঙ্গে ৷ এক দো তিন থেকে দেখা হ্যায় পহেলিবার গানের সঙ্গে সাজন ছবির অন্যতম অনবদ্য গানে মাতিয়ে তুলেছেন সবাইকে ৷ আট থেকে আশি সবারই কাছে একটি বিশেষ প্রভাব ফেলেছে ৷ বিভিন্ন তারকার কাছে এ এক দারুণ অনুভূতি ৷ মাধুরীকে নাচতে দেখলেন তাঁর অগণিত ভক্তরা যেন বেঁচে থাকার আলাদা এক শক্তি পান ৷ মাধুরী দীক্ষিত নেনে এক অনবদ্য প্রতিবার অন্য নাম ৷

বিয়ের পরে বেশ কয়েক বছর তিনি সিনেমা থেকে একটু দূরে ছিলেন ৷ তারপর ফের আজা নাচলে ছবিতে ফিরে আসেন বলিউডে তাঁর আজা নাচলে ছবি নিয়ে ৷ সেই ছবির গানেই ফের মাধুরীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একনজরে দেখে নিন সেই ভিডিও ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Super viral video, Viral Video