corona virus btn
corona virus btn
Loading

নতুন জামাইয়ের কুমার শানুর গানে দুরন্ত নাচ, নেচেছে গোটা বিয়েবাড়ি, আলোড়ন সোশ্যাল মিডিয়ায়

নতুন জামাইয়ের কুমার শানুর গানে দুরন্ত নাচ, নেচেছে গোটা বিয়েবাড়ি, আলোড়ন সোশ্যাল মিডিয়ায়

নতুন জামাইয়ের রসবোধ মুগ্ধ করেছে

  • Share this:

জীবনে বিভিন্ন সময় আসে বারবারে ঘুরেফিরে ৷ সুন্দর জীবনের জন্য মানুষ সব সময়েই অপেক্ষা করেন ৷ জীবনের বিভিন্ন অনুভূতির মাঝে সেরা অনুভূতি হল বিয়ে ৷ আর এই শুভদিন জীবনে আসুক বারেবারে ৷ বিয়ে জীবনের এক দারুণ অনুভূতি বিয়ের পরেই আস্তে আস্তে জীবনের পরিবর্তন হয় ৷

অনেক ভাল, অনেক খারাপ অনুভূতির মধ্যে দিয়ে মানুষকে অতিক্রান্ত হতে হয় ৷ কিছু ভাল কিছু মন্দ অভিজ্ঞতা নিয়ে চলে জীবন ৷ জনপ্রিয় গায়ক অংশুমান রায়ের একটি দুর্দান্ত গান আছে হায় হায় সাত পাকে বাঁধা পড়না ৷ বিয়ে করে কারও বা কপাল ভাল হয়তো কারও কপাল মন্দ হয় ৷ সে ভাল হবেনা মন্দ, সেটা প্রমাণ করবে সময় ৷

এমনই এক দৃশ্যে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ যেখানে এক নতুন জামাইয়ের নাচ দেখে সবাই এক নতুন দিনের কথা ভেবেছেন ৷ সে ভিডিওটি একটু পুরনো হলেও সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরে ছড়িয়েছে দুরন্ত গতিতে ৷ এই নাচটি শুধুই উপভোগ করা যায় ৷ গানের মূল বিষয়বস্তু প্রাণোচ্ছ্বলতা কোনও কাল বা সময় নয়, বা কবেকার ভিডিও তাও নয় ৷ ভিডিওটি স্বতঃস্ফূর্ততা এক কথায় বেশ আকর্ষণ করেছে ৷ এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷ এটি হতেও পারে কোনও প্রমোশনাল ভিডিও বা অন্য কিছু ৷ তবে এই ভিডিওর মূল উপজীব্য বিষয় হল নিখুঁত আনন্দ ও মজা ৷ জীবনের রসাস্বাদন করা ৷

First published: October 19, 2019, 9:45 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर