corona virus btn
corona virus btn
Loading

কিশোর কুমার সোনালি দিনের সুপারহিট গান ফের গেয়ে বিশেষ সক্ষম পড়ুয়ার ঝড়

কিশোর কুমার সোনালি দিনের সুপারহিট গান ফের গেয়ে বিশেষ সক্ষম পড়ুয়ার ঝড়

কেঁপেছে সোশ্যাল মিডিয়া, মুহূর্তেই লাইক, শেয়ার ও ভিউয়ের বন্যা

  • Share this:

কিশোর কুমারের সেই সুপারহিট গান যা আজ থেকে বেশ কয়েক দশক আগে গেয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী ৷ ইয়ারানা ছবির এই গানটি বা ছবিটি সবার কাছে অত্যন্ত প্রিয় জীবন শুরু করার ক্ষেত্রে এক বড়সড় অনুপ্রেরণা দিয়ে থাকে কেননা ৷ গানটিতে জীবনের এক নতুন দিশা দেখায় ৷

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, আমজাদ খান, নিতু সিং ৷ ছবির প্রতিটি গান অত্যন্ত ভাল ৷ গ্রামের এক যুবক শহরে এসে গান শিখে নামকরা গায়ক হয়েছেন ৷ তারপরেই জীবনের গতি ও ভাগ্যের চাকাও ঘুরেছে ৷ এমনই গানে কি আশ্চর্য বিষয় ফেসবুকে ভাইরাল হয়েছে দুই বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া গানটি গেয়েছেন সেই গান এখন চলার পথের সব থেকে বড় আলোচনার বিষয় ৷

অদম্য প্রয়াস ও মনের জোরে এক নতুন দিগন্তের স্বপ্ন রয়েছে তাদের দু'চোখ জুড়ে ৷ সেই গানই নতুন করে এক পরিবেশ সৃষ্টি করেছে ৷ গানটি তেরে য্যায়সা ইয়ার কাঁহা, কাঁহা অ্যায়সা ইয়ারানা ৷ আসলে বন্ধুত্ব উৎযাপনের অন্য নামই সমস্ত কিছু ৷ একনজরে দেখে নিন সেই গানটি ৷

First published: November 18, 2019, 11:41 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर