Home /News /life-style /
সোশ্যাল মিডিয়ায় ইতিহাস খুদের ! প্রবাদ প্রতিম শিল্পী অখিলবন্ধু ঘোষের গান গেয়ে ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ইতিহাস খুদের ! প্রবাদ প্রতিম শিল্পী অখিলবন্ধু ঘোষের গান গেয়ে ভাইরাল

গানের সঙ্গে হারমোনিয়াম ও তবলায় সুরের ঝংকার ফেসবুকে

  • Share this:

বাংলার প্রবাদ প্রতিম শিল্পী অখিল বন্ধু ঘোষের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক শিশু সেই রেশ কিছুতেই কাটছেনা গানের গানের সুর ও কথাটি বাঙালির চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ৷ তোমার ভুবনে ফুলের মালা, আমি খুঁজি সাহারা ৷ সেই গানে রীতিমত দাপট দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আসাধারণ গানে মন ভরিয়েছে ছোট্ট শিশু ৷ হারমোনিয়া বাজিয়ে তবলার বোলে মাত করেছে ছোট্ট শিশু কিছু সামান্য ত্রুটি বিদ্যুতি থাকলেও ভুলটিকে ভুল না ভেবে ফুলের মত সংগ্রহ করলেই আগামী দিনে আরও ভাল গান গাইবে বলে হয় ৷

ভিডিওটি গত বৃহস্পতিবার আপলোড করা হয়েছে ফেসবুকে তার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ লাইক ও রিঅ্যাকশন হয়েছে ১১ হাজার, কমেন্টস ৪.৯ হাজার, শেয়ার ১১ হাজার ৷ ভিডিওটি দেখেছেন প্রায় ৬০০ হাজার মানুষ ৷ ছোট্ট থেলের এই বড় প্রয়াসে ঘরে বাইরে সমান তালে ঝড় তুলেছেন তিনি ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এক ইতিহাস সৃষ্টি করেছে ৷ সুর, তাল, ছন্দে এক অসাধারণ মন্মযতা সৃষ্টি হয়েছে ৷ ভাললাগার এক অন্য মাত্রা সৃষ্টি হয়েছে ৷

একনজরে দেখে নিন সেই ভিডিও ৷ যা বারেবারে ভাবতে বাধ্য করবে ৷ প্রবাদ প্রতিম শিল্পীর জন্য এমন শ্রদ্ধাঞ্জলি অনেক কমই দেখা যায় ৷ এককথায় এই গানের প্রয়াসের ভিডিও গভীর ভাবে রেখাপাত করেছে সবার মনে ৷ আট থেকে আশি সবাই জানিয়েছে কুর্নিশও ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Super video, Viral Video