• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ফেসবুক তোলপাড় ! পড়ুয়াদের ভাল্লুক দৌড়ের ভিডিও সব কিছুকে পিছনে ফেলে ভাইরাল

ফেসবুক তোলপাড় ! পড়ুয়াদের ভাল্লুক দৌড়ের ভিডিও সব কিছুকে পিছনে ফেলে ভাইরালক্রমেই বাড়ছে উন্মাদনা ও উদ্দীপনা

ক্রমেই বাড়ছে উন্মাদনা ও উদ্দীপনা

ক্রমেই বাড়ছে উন্মাদনা ও উদ্দীপনা

 • Share this:

  এখন নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা রয়েছি ৷ শীত প্রায় এবারের মত বিদায় নিতে চলেছে ৷ শীতকাল মানেই সাধারণ মানুষের কাছে চোখের সামনে ফুটে ওঠে সেইগুলি হল হল শীতের পোশাক, শীতের ক্রিম, ঘুরতে যাওয়া পিকনিক করা, প্রচুর খাওয়া দাওয়া, বিয়েবাড়ি আর অবশ্যই স্কুল বা ক্লাবের স্পোর্টস বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷

  ক্রীড়া প্রতিযোগিতার কথা যখনই উঠল তখনই ঠিক বলা যেতে পারে যে স্কুল বা ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কিছু রকমের খেলাধূলা থাকে যেমন ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলেরেস, মিউক্যাল চেয়ার, গুলি চামচ দৌড়, বস্তা দৌড়, হাঁড়িভাঙা, যেমন খুশি সাজো-সহ একাধিক আকর্ষণীয় খেলায় মজে ওঠে পড়ুয়ারা ৷ এই খেলাগুলির মধ্যে বেশ কিছু বিভাগ থাকে যা শুধুমাত্র মেয়েদের জন্যই ৷

  তবে অনেক ধরনের খেলা দেখলেও ভাল্লুক দৌড় হল অন্যতম সেরা খেলা ৷ দেখতেও ভারী মজা লাগে ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে বস্তার মধ্যে ছাত্ররা মুখ ঢুকিয়ে বসে লাফিয়ে লাফিয়ে নির্দিষ্ট দূরত্বে পৌঁছনোর ভিত্তিতে ৷

  Published by:Arjun Neogi
  First published: