Home /News /life-style /
পার্টনারের শরীরের গন্ধে ঘুম হবে গভীর, গবেষণায় উঠে এল তথ্য

পার্টনারের শরীরের গন্ধে ঘুম হবে গভীর, গবেষণায় উঠে এল তথ্য

পার্টনারে গায়ের গন্ধ আমাদের মনকে শান্তি প্রদান করে ৷ ব্রেন শান্ত হয় ৷ আর তার ফলেই ঘুম আসে গভীর !

 • Share this:

  #ওয়াশিংটন: একেই বলে ঘামের গন্ধে সুখের ঘুম ! হ্যাঁ, ঠিক এমনটাই তথ্য এল আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায়৷ প্রায় ১৫০ জন প্রেমিক জুটিকে সঙ্গে নিয়ে করা এই রিসার্চে সামনে এল এই মজার তথ্য ৷ গবেষকরা জানাচ্ছেন, পার্টনারে গায়ের গন্ধ আমাদের মনকে শান্তি প্রদান করে ৷ ব্রেন শান্ত হয় ৷ আর তার ফলেই ঘুম আসে গভীর ! তা কীভাবে হয়েছিল এই গবেষণা? প্রায় ১৫০ জন জুটিকে নিয়ে শুরু হয়েছিল এই গবেষণা ৷ তাঁদের দেওয়া হয়েছিল তাঁদের পার্টনারদের পরা কোনও টিশার্ট৷ সেই টিশার্ট পরেই ঘুমতো হয়েছিল সাত দিন ৷ এরপর পরের ৭ দিন তাদের অন্যের শরীরে পরা টিশার্ট দেওয়া হয় ৷ রেজাল্ট আসে, তাঁদের ঘুম মোটেই ভালো হয়নি৷ এতেও সন্তুষ্ট হয়নি বিজ্ঞানীরা৷ জুটিদের একই সঙ্গে জড়াজড়ি করে ঘুমতো বলা হয় ৷ আর তারপর বলা হয় একা ঘুমোতে ৷ দুই ক্ষেত্রেই ঘুমের গভীরতার তফাৎ আকাশ-পাতাল ! এর থেকেই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন, ঘুমের ক্ষেত্রে কীভাবে কাজ করে পার্টনারের শরীরের গন্ধ ! তাহলে বুঝতেই পারছেন, প্রেম, শরীর, গন্ধ কীভাবে ঘুমের সঙ্গেও জড়িত ! তাহলে আজ থেকে কী আপনার ঘুমোনোর নিয়ম বদলে ফেলতে চলেছেন?

  Published by:Akash Misra
  First published:

  Tags: Lifestyle

  পরবর্তী খবর