Home /News /life-style /
গোবিন্দ-করিশমা থেকে মাধুরী-সলমনের সুপারহিট গানে সঙ্গীতের আসরে সুন্দরীদের জমাটি নাচে ফেসবুকে তুমুল ঝড়

গোবিন্দ-করিশমা থেকে মাধুরী-সলমনের সুপারহিট গানে সঙ্গীতের আসরে সুন্দরীদের জমাটি নাচে ফেসবুকে তুমুল ঝড়

একের পর এক বলিউডের গানে নেচে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  গানে, নাচে, একসঙ্গে আনন্দের মুহূর্তে জীবন হয়ে ওটে রঙিন ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই উৎসবের মধ্যে দিয়েই বেশি আনন্দ করা অত্যন্ত সহজ ৷ আনন্দের মুহূর্তগুলি আরও অনেক বেশি আনন্দ মুখর হয়ে ওঠে ৷ এমনই এক ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি বিয়েবাড়ির সঙ্গীতের ভিডিওতে বলিউডের সুপারহিট গানের পরপর সকয়েকটি গানে বিস্ফোরণ দেখা দিয়েছে ৷

  বলিউডের সুপারহিট গানগুলি আরও একবার ঝড় তুলেছে ৷ গোবিন্দ করিশমা কাপুর অভিনীত হিরো নম্বর ওয়ান ছবির গানে নেচে কাঁপিয়েছে সুন্দরীর দল, এচাড়াও মাধুরী দীক্ষিত নেনে অভিনীত হাম আপকে হ্যায় ছবির গানে নেচে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ একই সঙ্গে বেশ কয়েকটি হিন্দি আঞ্চলিক ছবির গানে তুমুল নাচে জমিয়ে তুলেছেন ৷ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আলাদা প্রভাব বিস্তার করেছে একগুচ্ছ গানের সঙ্গে দুরন্ত নাচ ৷

  তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Super video, Viral Video

  পরবর্তী খবর