corona virus btn
corona virus btn
Loading

বিয়ের পরে বরকে নতুন বউয়ের দাবি, সাজগোজ, ফোনের টাকা না পেলে নেবো না ভাত কাপড়

বিয়ের পরে বরকে নতুন বউয়ের দাবি, সাজগোজ, ফোনের টাকা না পেলে নেবো না ভাত কাপড়

এমন ভিডিওতে কেঁপেছে সোশ্যাল মিডিয়া, রীতিমত ভাইরাল হয়েছে

  • Share this:

মেয়ের বিয়ের জন্য বাবা মায়ের অনেক চিন্তা করতে থাকেন ৷ ছোট মেয়েটি যখন বড় হয়ে উঠবে ? তখন কেমন হবে তার জীবন এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা না থাকলেও বাবা-মায়ের ভাবনা জুড়েই থাকে মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে তোলা ৷ একদিকে যেমন চিন্তাভাবনা থাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করা বা উপযুক্তত নাগরিক তৈরি করা ঠিক তেমনই থাকে ৷

বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন জীবনশুরু করবে সেখানে টুকিটাকি জিনিসপত্রের দিকে নজর রাখতে হবে ৷ সবাইকে নিয়ে চলতে হবে ৷ সব ঠিকঠাক রাখতে হবে খুঁজতে হবে উপযুক্ত পাত্র ৷ যে সুখে দুঃখে মেয়ের পাশে থাকবে, মেয়েকে ভালবাসবে ৷ প্রতিটি ছোট্ট থেকে বড় বিষয়ে মেয়েকে সঙ্গ দেবে ৷ তবে অবশ্যই মেয়ের কোনও অন্যায় আব্দার মেনে নেবেনা ৷ তার সঙ্গে মেয়েকে এমন বাবেই বড় করতে হবে যাতে তার কোনও প্রতিটি পদক্ষেপেই থাকবে যুক্তি ৷

সেই ভেবেই মেয়ের বিয়ে হয় ৷ বিভিন্ন আচার মেনে শাস্ত্রমতে বিয়ে দেওয়া হয় মেয়ের ৷ আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বৃদ্ধি, শুভদৃষ্টি, মালাবদল, সাত পাকে ঘোরা, বাসি বিয়ে ইত্যাদি সম্পন্ন করে হয় শুভ বিবাহ ৷ মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার পরে বিভিন্ন রীতিনীতি রয়েছে বধূবরণ, কালরাত্রি, ভাত কাপড়, বউভাত, দধি মঙ্গল, ফুলশয্যা সাধারণত সামাজিক ভাবে বিয়ে করলে এই সমস্ত নিয়ম মেনেই শ্বশুরবাড়িতে শুরু হয় যাত্রাপথ ৷ শ্বশুরবাড়ির আচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান হল ভাত কাপড়ের অনুষ্ঠান ৷

সেখানে বর একটি তালায় মাছের মাথা, সঙ্গে নানান পদের নানান কাপড় বউয়ের হাতে তুলে দিয়ে যখন ই বললেন আজ থেকে তোমর ভাত কাপড়ে দায়িত্ব আমার ৷ তখনই নতুন বউ বললেন যদি সাজগোজ, ফোনের টাকা না দিলে ভাত কাপড় নেবোনা ৷ দুর্দান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷

Published by: Arjun Neogi
First published: February 8, 2020, 11:36 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर