• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই সবার সামনে কপালে লাথি নতুন বরের !

নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই সবার সামনে কপালে লাথি নতুন বরের !দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  বিয়ে জীবনের চরম ও পরম অনুভূতি ৷ বিয়ের পর থেকে একজন নারী ও পুরুষের জীবনের অঙ্গিক সম্পূর্ণরূপে বদলে যায় ৷ জীবনের বাড়ে দায়িত্ব ও কর্তব্য ৷ তবে বিয়ের দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ যে দিন কুমারী বা কুমার নামটি ঘুঁচে যায় চিরতরে ৷ বাবা-মায়ের দেখাই হোক বা নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করে দিনের পর দিন রাতের পর রাত স্বপ্নগুলি পূরণ করার তাগিদ আসে ৷ বিভিন্ন রীতিনীতি মেনে বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য বিয়ে করতে হয় আমাদের সবাইকে ৷

  বিয়ের দিন সকাল থেকেই নানান রীতিনীতি মেনেই কাজকর্ম হয়ে তাকে বাড়িতে ৷ সে গায়ে হলুদই হোক বা জল সইতে যাওয়া ৷ তারপরে বৃদ্ধি বা নান্দিমুখ, একের পর নিয়মে পরিপুষ্ট হতে থাকে শুভদৃষ্টির শুভক্ষণ ৷ ক্রমেই আসে সেই ক্ষণ যখন তার হাত এক হতে যায় ৷ শুভদৃষ্টি, মালাবদল, খই পোড়ানো, সাতে পাকে ঘোরা, সিঁদুর দান, বাসর জাগা এইসবের মাঝেই এক আনন্দ মনকে সব সময়েই আনন্দিত করে তোলে ৷ জীবন হয়ে ওঠে স্বপ্নপূরণের রূপকথা ৷ অনেকেরও আবার বাসি বিয়েও থাকে অর্থাৎ বিয়ের পরের দিন সকালের কিছু রীতিনীতি ৷ তারপরে কনে বিদায় ৷

  নতুন বাড়িতে এসে নতুন জীবন শুরু নতুন বউয়ের ৷ সেই দিন নতুন বউয়ের হাতে ভাত খান সবাই, পরের দিন অর্থাৎ বউভাতের দিন সকালে বর বউকে বাত কাপড় দেন একই সঙ্গে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন যে সারা জীবনের জন্য স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেবেন তিনি ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেকানে দেখতে পাওয়া গিয়েছে নতুন বউকে ভাত কাপড় দিয়ে কপালে লাথি বরের ৷ তবে দূর থেকে এটিকে লাথির মত দেখলেও আসলে বরের পা কনের মাথায় ঠ্যাকানো রয়েছে ৷ বাড়ির অন্য লোকেদের উপস্থিতি ও তাঁদের হাসিমুখই প্রমাণ করে দিচ্ছে এটি আসলে কোনও প্রথা ৷ বর মোটেও কনেকে লাথি মারেন নি ৷ সেই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়া সরগরম ৷ দেখুন সেই ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published: