#নয়াদিল্লি: কিছুদিন আগেই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় । সেখানে দেখা গিয়েছিল একটি মজার ঘটনা । এক নব দম্পতি দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে৷ তাঁদের ছবি তুলছেন ফোটোগ্রাফার ৷ নববধূ রয়েছেন লাল ঘাঘরা-চোলিতে ৷ দেখেই মনে হচ্ছে যে একটা কোনও অবাঙালি বাড়ির বিয়ের অনুষ্ঠান ৷ একের পর এক ছবি তুলছেন ফোটোগ্রাফার ৷ প্রথমে স্বামী-স্ত্রীর একসঙ্গে ৷ তারপর শুধু নতুন বউয়ের ৷ কন্যা বেশ লাজুক লাজুক মুখে দাঁড়িয়ে ৷ মাথাও লজ্জায় নিচু ৷
কিন্তু কিছুতেই ফোটোগ্রাফারের মনের মত ছবি আসছে না ৷ তাই নিজের মতো করে পাত্রীকে পোজ দিতে বলছেন তিনি ৷ কখনও আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছেন নববধূর মুখ ৷ একবার ক্যামেরা তাক করে, আবার কখনও অন্য অ্যাঙ্গলে ৷ স্ত্রী’র মুখে ফোটোগ্রাফার এ ভাবে হাত দিচ্ছেন দেখে বেজায় রেগে গেলেন স্বামী ৷ সজোরে দিলেন তার গালে চড় কষিয়ে ৷ পড়ে গেলেন ক্যামেরাম্যান ৷ তাই দেখে শুরু হল বউয়ের হাসি ৷ শাড়ি-গয়না পরেই গড়িয়ে পড়লেন তিনি ৷ স্টেজের উপর বসে পড়ে তুমুল হাসি হাসতে শুরু করলেন । ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ।
I just love this Bride pic.twitter.com/UE1qRbx4tv
— Renuka Mohan (@Ease2Ease) February 5, 2021
Ye meri movie shoot k time ki vdo h !! Thank u for sharing pic.twitter.com/DaN4jONJEQ
— Anikriti Chowhan (@ChowhanAnikriti) February 6, 2021
সকলেই প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলেন সত্যিই কোনও এক বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে । পরে অবশ্য কারও কারও মনে সন্দেহ জাগে ভিডিওটির সত্যতা নিয়ে । এরপর হাটে হাঁড়িটি ভাঙলেন ভিডিওর সেই নতুন বৌ । নিজেই একটি ট্যুইট করে জানালেন, এটি আসল বিয়ের ভিডিও নয় । অনিকৃতী চৌহান নামের ওই মহিলা জানিয়েছেন, ভিডিওটি তাঁর একটি ছবির শ্যুটিংয়ের । সেখানে এ রকম একটি দৃশ্য ছিল । সেই অংশটির ভিডিও করে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় । নিজের ব্রাইডান লুকের একটি ছবিও তিনি পোস্ট করেছেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bride, Groom, Viral Video