corona virus btn
corona virus btn
Loading

চোখে জল ঘরে ঘরে, তুমুল বৃদ্ধিতে দাম গৃহিনীরা পেঁয়াজ দেখেই রাঁধছেন

চোখে জল ঘরে ঘরে, তুমুল বৃদ্ধিতে দাম গৃহিনীরা পেঁয়াজ দেখেই রাঁধছেন

সুপার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

টিকটক ভিডিও শুধুই মনোরঞ্জনের জন্য নয় তা আবার প্রমাণ করলেন এক ব্যক্তি ৷ এই ভিডিওর বিষয়বস্তু এমনই যা মানুষকে শিক্ষা দেয় বিশেষ করেই ৷ বর্তমানে অগ্নিমূল্য বাজারদর এমন কোনও জিনিসপত্র নেই যে যার দাম আকাশছোঁয়া নয় ৷ আলু, পেঁয়াজ থেকে আদা, রসুন সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠে যাচ্ছে জিনিসপত্রের দাম এতটা বাড়াতে ৷

এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে এমন এক ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিওর বিষয় বস্তু এই যে সাধারণ মানুষ জিনিপত্রের দাম বাড়াতে ক্রামণশই কোণঠাসা হয়ে পড়েছন ৷ তাই রান্না করার জন্য পেঁয়াজ ব্যবহার করার জায়গায় নেই ৷ শুধু পেঁয়াজ রান্নার সময় ঝুলিয়ে রেখে রান্না করছেন এক মহিলা রান্না হয়ে যাওয়ার পরে আবার আগের মত পেঁয়াজ ঝুলিয়ে রেখে দিচ্ছেন তিনি ৷

এই ভিডিওটি মনস্তাত্বিক দিক থেকে খুব একটা ভাবায় না তবুও সামাজিক ক্ষেত্রে একটি বার্তা দেয় ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়াতে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ তা আর বলার উপক্রম রাখেনা ৷ তাই লঘু চালে গুরু অর্থ বহনকারী ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে ৷ দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷

First published: November 17, 2019, 5:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर