অনবদ্য ভিডিও ৷ আমার শহর অর্থাৎ কলকাতা ৷ ৩০০ বছর কাটিয়ে এসেছে দেশের প্রাক্তন রাজধানী ৷ বহু ঘটনার সাক্ষি রয়েছে গোটা সমাজ ৷ দশকের পর দশক ধরে বিভিন্ন ঘটনার ওঠাপড়া রয়েছে ৷ এই শহরকে কেন্দ্র করেই স্বপ্নপূরণ ও স্বপ্নভঙ্গের সাক্ষি তিলোত্তমা ৷ যত দিন গিয়েছে অনেক কিছুই বদলেছে জীবনের চাওয়া পাওয়াপ ষোলোআনায় যেন কোথায় হারিয়ে যেতে বসেছে জীবনের সকল সংবেদনশীলতা ৷ সমাজ বদলেছে, চিন্তা ভাবনার সঙ্গে বদলেছে প্রযুক্তিবিদ্যাও ৷
বিজ্ঞান থেকে শিল্প সংস্কৃতি, চিকিৎসাবিদ্যা, লেখাপড়া সমস্ত কিছুর ক্ষেত্রে পরিবর্তন এসেছে ৷ বিজ্ঞান এগিয়েছে নিজের গতিতেই ৷ জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না ৷ জীবনের গ্লপ থেমে থাকেনা নানান রঙের দিনগুলিতে জীবন ভরে ওঠে ৷ প্রতিটি মানুষের জীবনের শেখার কোনও শেষ নেই কোনও বয়সই শেষ নয়, শেখার কোনও বয়স নেই শেখা কখনই শেষ হয়না ৷ পিঁপড়ের থেকে মানুষ শিখতে পারে সঞ্চয়ের কথা ভবিষ্যতের জন্য কীভাবে সঞ্চয় করতে হয় তা জানান দেয় ৷
এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে বাবুই পাখি বাসা তৈরি করছে ৷ ছোটবেলায় পাঠ্য বইতেই সবাই পড়েছি বাবুই পাখিকে তাঁতি পাখি বা দর্জিপাখি বলা হয় ৷ এই বাবুই পাখিই দরজি নয় এবার ইঞ্জিনায়িরারের ভূমিকায় ৷ এমনই বাসা যা যেকোনও ইঞ্জিনিয়ার পাত্তাই পাবেনা ৷ এত বড় ইঞ্জিনিয়ার আর কেউ নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Life Style, Pleistocene bird