corona virus btn
corona virus btn
Loading

একবার নয়, দুধের শিশুকে নিয়ে খেলতে খেলতে বারেবারে চুমু খেল টিয়াপাখি, দুরন্ত গতিতে ভাইরাল

একবার নয়, দুধের শিশুকে নিয়ে খেলতে খেলতে বারেবারে চুমু খেল টিয়াপাখি, দুরন্ত গতিতে ভাইরাল

বনের পাখিও বোঝে আসলে অকৃত্রিম ভালবাসা কী হতে পারে ?

  • Share this:

মানুষের সব থেকে কাছের বন্ধু মানুষই ৷ তবে অনেক সময়েই মানুষের প্রিয় বন্ধু মানুষ ছাড়াও অনেক পশুপাখি হয়ে তাকে পশুপাখিকে অবলা বলা হয় অর্থাৎ তারা মনের ভাব প্রকাশ করতে পারেনা কিন্তু মানুষের ভালবাসা তারা অনুভব করতে পারে ৷ একটি প্রচলিত কথা আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ৷ তবে এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি টিয়াপাখি একটি শিশুর সঙ্গে খেলাধূলা করছে ৷

খেলতে খেলতে শিশুটিকে একবার নয় বারেবারে চুমু খাচ্ছে টিয়াপাখি ৷ এর আগেও দেখেছি টিয়াপাকির কামাল সব রকমের কথা বলছে, খেলছে ৷ বাড়ির লোকেদের কাছে অত্যন্ত প্রিয় পাত্রে পরিণত হয়েছে ৷ খাীওয়া দাওয়া থেকে ঘর গোছানো, সমস্ত কাজে পারদর্শি টিয়াপাখি সবার মন জয় করেছে ৷

যেই ভিডিওটি এখনকার আলোচনার কেন্দ্রে সেই ভিডিওতে একটি শিশুর সঙ্গে খেলছে টিয়াপাখি, শিশুর মুখ থেকে চকলেট কাচ্ছে টিয়া পাখি দূর থেকে মনে হচ্ছে শিশুটির ঠোঁটে চুমু খাচ্ছে টিয়াপাখিটি ৷ আসলে বিষয় হল শিশুটি মুখে চকলেট নিয়েছে দেখে পাখিটি বারেবারে সেই চকলেট খাওয়ার চেষ্টা করছে ৷ আপাতত সেই ভিডিওই এখনকার বিষয়বস্তু ৷ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৷

First published: December 6, 2019, 11:56 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर