Home /News /life-style /
রোমান্টিকতা চরমে ! নতুন বউকে নিয়ে বাইকে রাতের রাজপথে নতুন বর, সাক্ষী সব আকাশ-বাতাস

রোমান্টিকতা চরমে ! নতুন বউকে নিয়ে বাইকে রাতের রাজপথে নতুন বর, সাক্ষী সব আকাশ-বাতাস

দুরন্ত ও দুর্দান্ত গতিতে সুপরা ভাইরাল ভিডিও

 • Share this:

  দুর্দান্ত ভিডিওতে কেঁপেছে রাজপথ ৷ বিয়ের পর নতুন বধকে বাইকে করে নিয়ে আসছেন তাঁর প্রিয়তম স্বামী ৷ সঙ্গে একদল বন্ধুবান্ধব জনপ্রিয় হিন্দি গানের তালে তালে নতুন বউকে বাড়িযতে নিয়ে আসছেন বর ৷ বিয়ে মানেই জীবনে শুরু রূপকথার ৷ জীবনের গল্প যতই হোক না অল্প বিয়ের সঙ্গে সঙ্গেই সেই সমস্ত গল্পতে কাহিনিগুলি সংকলিত হয়ে থাকে ৷

  এমনই এক ভিডিতে তুলকালাম হয়েছে ফেসবুক ৷ যেখানে কুছ কুছ হোতা হ্যায় ছবির দুর্দান্ত গানের সঙ্গে নতুন বউকে বাইকে করে নিয়ে আসছেন নতুন বর সাক্ষী থাকছে আকাশ বাতাস সঙ্গে রাতের রাজপথও ৷ জীবনে সুখী হতে গেলে একটি ভাল সঙ্গীর দরকার হয় ৷ সেই কারণেই প্রতিটি মানুষ বিয়ের বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন ৷ অনেকেই মনে করেন বিয়ে আসলে একটি লাটারির মত ৷ লটারি কাটলেই যেমন সব সময় জেতা সম্ভব হয়না ৷ ঠিক তেমনই বিয়ের করলেই সুখ ও দুঃখ সব নিয়েই চলতে হয় ৷

  ঝুঁকি থাকলেও বেশিরভাগ মানুষই সাহস নিয়ে এই পদক্ষেপটি নিয়েই থাকেন ৷ তেমনই দেখতে পাওয়া গিয়েছে এই ভিডিওর জুটির ক্ষেত্রে দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ একনজরে দেখে নিন, সেই ভিডিওই ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Super Viral, Viral Video

  পরবর্তী খবর