• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • নতুন বর-বউয়ের তুমুল নাচে ফেসবুকে উঠেছে ঝড়, মনের মানুষকে পেয়ে উৎসবে মুখর পরিবেশ

নতুন বর-বউয়ের তুমুল নাচে ফেসবুকে উঠেছে ঝড়, মনের মানুষকে পেয়ে উৎসবে মুখর পরিবেশ


যখন নিজের পছন্দের বিয়ে করেন মানুষ তখনই হয়ত এমন হতে পারে

যখন নিজের পছন্দের বিয়ে করেন মানুষ তখনই হয়ত এমন হতে পারে

যখন নিজের পছন্দের বিয়ে করেন মানুষ তখনই হয়ত এমন হতে পারে

 • Share this:

  জীবনের উল্লেখযোগ্য পট পরিবর্তন হয় বিয়ের পরেই বিয়ের পরে দায়িত্ব বাড়ে, মানুষ আস্তে আস্তে দায়িত্ববান হয়ে ওঠে ৷ জীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ৷ মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিবর্তন বা পরিবর্তন আসে একই সময়ে, একই ভাবে ৷ বিয়ে প্রায় লটারির মতই ৷ বিয়ে করে জীবনে কেউ কেউ উন্নতি করে থাকেন আবার কারও কারও জীবনে অবনতি হয় ৷ অবশ্য এটি সম্পূর্ণ নির্ভর করে মানসিকতার উপরে ৷

  তবে বিয়ে করলে জীবনে এমন এক পরিবর্তন আসে জীবনে ৷ এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে নতুন বিয়ের পরে বর-বউয়ের সুপাহিট নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই ভিডিওটির ক্যাপশানে লেখা আছে পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হলে বিয়ের পরে বরবউ দুরন্ত নাচে ৷

  তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা ৷ এই ভিডিওতে ব্যাপক হারে প্রভাব ফেলেছে ৷ বরবউয়ের সঙ্গে বাকি বন্ধুবান্ধবেরা ও বাকি মানুষেরা তুমুল নাচ প্রভাব ফেলেছে ৷

  First published: