corona virus btn
corona virus btn
Loading

ছোট্ট সন্তানের মন ভাল রাখতে কোলে নিয়ে সুপারহিট হিন্দি গানে মায়ের ফ্লোর কাঁপানো নাচ

ছোট্ট সন্তানের মন ভাল রাখতে কোলে নিয়ে সুপারহিট হিন্দি গানে মায়ের ফ্লোর কাঁপানো নাচ

মুহূর্তের মধ্যেই মায়ের নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

  • Share this:

সারা পৃথিবীজুড়ে মায়ের কোনও বিকল্প হয়না ৷ মায়ের মূল্য অমূল্য ৷ মা ডাক যেন সন্তানের কাছে কম আপন ৷ ভ্রুণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত বা তারপরেও অর্থাৎ আমৃত্যু মা এক অমন সম্পর্কের নাম যা স্থানান্তর বা পরিবর্ত কিছুই নয় ৷ গাছ যেমন নিজেকে ধ্বংস করে ফুল ও সৌন্দর্য প্রদান করে ঠিক তেমনই একজন মাও নিজেকে ধ্বংস করে সন্তানের জন্ম দেন ৷ মা এমন এক অনুভূতির নাম ৷ যার খুশিই শুরু হয় তাঁর সন্তানের হাসি থেকে ৷ রাতের পর রাত জেগে ঘরে বাইরে সমান তালে লড়ে যায় সেই মা ৷

রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানের দেখাশোনা করা ৷ দিনের বেলায় সংসারের জন্য হাড়ভাঙা পরিশ্রম করা ৷ অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে ৷ দিনের পর দিন এইবাবেই মা নামের ভগবতীর দিন যাপন চলে ৷ কখনও সন্তান কোলে নিয়ে পরীক্ষায় বসেছেন মা, তো কখনও পুলিশের চাকরিতে জয়েন করে সন্তানকে স্তন্যদান করেছেন ৷

সেই মায়ের অন্যরূপ দেখা গিয়েছে কোলের সন্তানকে খুশি করতে মায়ের কোলে নিয়ে বেশ কিছু মায়ের নাচ ৷ হয়তো এটাই বার্তা দিয়ে চাইছেন তিনিই দশভুজা ৷ তবে এটি কোনও প্রমোশনাল ভিডিও হতে পারে ৷ এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনা ৷

First published: January 27, 2020, 3:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर