corona virus btn
corona virus btn
Loading

মায়ের স্পর্শে সন্তানের খুশি, ঘুমন্ত শিশুকে স্নেহের চুমু, বারেবারে হেসেছে শিশু

মায়ের স্পর্শে সন্তানের খুশি, ঘুমন্ত শিশুকে স্নেহের চুমু, বারেবারে হেসেছে শিশু

ঘুমের মধ্যে মা আদর করলেও বুঝতে পারে সন্তান

  • Share this:

তিলতিল করে শরীরের মধ্যে বেড়ে ওঠে একটি প্রাণ ৷ এক নয় দুই নয় পুরো ন'মাস ধরে বেড়ে ওঠে মায়ের শরীরে সন্তান ৷ মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি জুড়ে থাকে ৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের নাড়ি কেটে আলাদা করা হয় সন্তানকে ৷ মায়ের সঙ্গে সন্তানের এক অভিন্ন সম্পর্ক এ শুধুই কোনও আবেগের কথা নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও ৷ মায়ের সঙ্গে জুড়ে থাকে সন্তানের সমস্ত কিছুই ৷

শরীর ভাল থাকলেও মা, শরীরে কোনও সমস্যা না থাকলেও মা ৷ মায়ের কোনও বিকল্প কখনও হয়নি আজ পর্যন্ত ৷ ঘুম থেকে ওঠা, পেটপুরে খাওয়া, দরকারে নিজের পসমস্ত প্রয়োজনীয়তা জানিয়ে নিমেষে সেই সেমস্ত প্রয়োজন মিটে যাওয়া ৷ মা ছাড়া কীভাবে আর সম্ভব হতে পারে ৷ মা সন্তানের জীবনের এক পরম অনুভূতি ৷ আর নিজের সন্তানের মুখে মা ডাক সোনা যেকোনও নারীর জীবনের এক পরম ও চরম পাওয়া ৷

না পাওয়ার যন্ত্রণা জীবনের প্রতিটি মুহূর্তে জীবনে আবিষ্ট করে তখনই মা নামক গাছটি সব চাহিদা মেটায় ৷ মায়ের কাছ থেকেই সন্তানের সব কিছু পাওয়া ৷ মায়ের স্তন্যপান করে সন্তানের মেরুদণ্ড শক্ত হয় ৷ সমস্ত রোগ প্রতিরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষমতা গড়ে ৷ মায়ের আশীর্বাদ মাথায় থাকলে যেকোনও যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয় ৷ এমনই এক মায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে শিশুটি ঘুমোচ্ছে মায়ের চুমুতে ঘুমেও হেসে উঠছে ৷ হয়ত একেই বলে মা ম্যাজিক ৷ সেই ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: February 7, 2020, 12:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर