মা শব্দের ব্যাখ্যা নতুন করে দেওয়াটা কারোর পক্ষেই সম্ভব নয় ৷ মা জীবনের এমন এক অনুভূতি কোনও ভাবেই তা বোঝানো সম্ভবপর নয় ৷ মায়ের কোনও জাত নেই, নেই কোনও ধর্মও মা তো মা-ই হয় ৷ স্নাতের যেকোনও প্রয়োজনে যে দুটি হাত এগিয়ে আসে সেই হল মা ৷ মায়ের সঙ্গে সন্তানের এক আত্মার সম্পর্ক রয়েছে ৷
মা জীবনের সব থেকে বড় শিক্ষাগুরু ৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা কিবদন্তি শিক্ষাবিদ প্রয়াত ডঃ এপিজে আবদুল কালাম স্যার বলেচেন মা জীবনের প্রথম শিক্ষিকা তা সে মা শিক্ষিতা হন বা না হন ৷ মা দেখেই সন্তান সব কিছু শিখতে শুরু করে ৷ মা সন্তানের এক নাড়ির টান রয়েছে ৷ সন্তানের আঘাত লাগলে সেই ব্যাথা যেন মা অনুভব করেন ৷ তাই সারা পৃথিবী জুড়ে মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, মামি মায়ের বিকল্প হলেও মায়ের কোনও বিকল্প নেই ৷
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রাণী মানুষই হোক বা একদম ইতর বিশেষ প্রাণী মায়ের ধারে কাছে কেউ আসতে পারেনা ৷ এমনই এক মন ছুঁয়ে যাওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ছানাকে আদরে-স্নেহে চুমু খাচ্ছে মা জিরাফ সেকেন্ডের মধ্যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Photos