corona virus btn
corona virus btn
Loading

স্নেহের প্রতিদান ! মা বাঁদরের সন্তান স্নেহ, ছানারও মাকে জড়িয়ে পৃথিবীর সব থেকে দামি উপহার

স্নেহের প্রতিদান ! মা বাঁদরের সন্তান স্নেহ, ছানারও মাকে জড়িয়ে পৃথিবীর সব থেকে দামি উপহার

কোটি টাকাতেও কেনা যাবেই এই মুহূর্তগুলি, আবেগপূর্ণ মুহূর্তের ভিডিও ভাইরাল

  • Share this:

সে পৃথিবীর যেই প্রান্তেই মানুষ থাকুক না সম্পর্ক একই রকম থেকে যায় ৷ কোনও সম্পর্কই কখনও মরেনা ৷ ঠিক কোনও না কোনও ফর্মে তা বেঁচে থাকে ৷ এই ঘটনা শুধু আজকেরই নয় এই ঘটনা দিনের পর দিন ধরে ঘটে আসছে ৷ সমস্ত সম্পর্কের বড় সম্পর্ক হল মা সন্তানের সম্পর্ক ৷ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ থেকে শুরু করে গৃহপালিত বা বন্য অথবা হিংস্র প্রাণীর কাছেও মায় শব্দের অর্থ একই যেমনটা ঠিক মানুষ মনে করে ৷

মা পৃথিবীর সব থেকে বড় মূলধন এই কথা আর আলাদা করে বলার জায়গা রাখেনা ৷ মা সমস্ত বিপদের থেকে সন্তানকে আগলে রাখলে ৷ দুর্ঘটনার সামনে যে মা ঢাল হয়ে দাঁড়ায় ৷ তেমনই এক স্নেহভরা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ মা সন্তানের গভীর ও নিবিড় ভালবাসা দেখে মুগ্ধ হয়েছেন সবাই ৷

ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ছানা বাঁদর ৷ গাছের উপরের ডালের দিকে উঠে যাচ্ছে তা দেখে মা ছানাকে সামলে কোলে ফিরিয়ে নিয়েছে ৷ ছানা ও মায়ের ভালবাসা দেখে সবার মন ভাল হয়েছে ৷ এই মন ভাল করা ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷

First published: November 17, 2019, 10:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर