corona virus btn
corona virus btn
Loading

দামি পোশাক-শীতবস্ত্রের ফাটা অংশে রং-বেরঙের ফুল ফুটল এক মিনিটে, ভিডিও ভাইরাল

দামি পোশাক-শীতবস্ত্রের ফাটা অংশে রং-বেরঙের ফুল ফুটল এক মিনিটে, ভিডিও ভাইরাল

এক মিনিটেই সব সমস্যার সমাধান

  • Share this:

আমাদের দেশের আবহাওয়ার তারতম্য সব সময়েই দেখতে পাওয়া যায় ৷ প্রধানত শ্রীত, গ্রীষ্ম, শরৎ ও বর্ষা এই ঋতুই প্রধানত দেখতে পাওয়া যায় ৷ হেমন্ত আর বসন্ত মাঝে মধ্যে অনুভব করা যায় ৷ তবে সব থেকে বড় বিষয় হল এই যে প্রতিদিন সোয়াটার বা শীতের পোশাক পরতে পরতে পোশাকগুলির অত্যন্ত খারাপ বা ছিঁড়ে গিয়েছে বা ছিদ্র হয়ে গিয়েছে ৷ সেই পোশাক নিয়ে তো আর বাইরে কোনও অনুষ্ঠানে বা অফিস কাছারিতে যাওয়া যায়না ৷

সেইগুলি মেরামত করলেও চোখে পড়বে যা অত্যন্ত দৃষ্টিকটু লাগতে পারে ৷ কিন্তু টাকা দিয়ে কেনা জিনিসপত্রগুলি বা পোশাক পরিচ্ছদগুলি ৷ সেই সমস্যার সমাধান করতেই নতুন পদ্ধতি অনুসরণ করা যেতে পারে ৷ এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে সাধের শীতের পোশাকে ছোট ছিদ্র হয়ে গিয়েছে কিন্তু দক্ষতার সঙ্গে উল দিয়ে সেলাই করে সেখানে আকর্ষণীয় ফুল তৈরি করা হয়েছে ৷ কখো গোলাপি রঙের শীতের পোশাকের উপরে সবুজ উল দিয়ে তারা স্টাইলের ফুল ফোটানো হয়েছে ৷

কখনও বা সাদা গেঞ্জির উপরে লাল উলের সুন্দর ফুল ঢেকেছে ফাটা জায়গাটি ৷ শউধুই যে শীতবস্ত্রের উপরে নানান কারুকার্য করা হয়েছে তাই নয় গরমের পোশাকের উপরের ফাটাফুটি ঢাকতেও এমনটাই ব্যবহার করা হয়েছে সূতোর ৷ সেই টিকটক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন একনজরে সেই ভিডিও আরও একবার ৷

Published by: Arjun Neogi
First published: January 11, 2020, 5:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर