corona virus btn
corona virus btn
Loading

মানবতার পাঠ ! কলের মুখ খুলে জল খেয়ে ফের বন্ধ করে বার্তা দিল বাঁদর, ভাইরাল ভিডিও

মানবতার পাঠ ! কলের মুখ খুলে জল খেয়ে ফের বন্ধ করে বার্তা দিল বাঁদর, ভাইরাল ভিডিও

সচেতন হ‌ওয়ার জন্য শিক্ষিত হবার দরকার নেই - পোস্ট সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

শেখার কোনও বয়স নেই এই কথা বারেবারে প্রমাণিত হয় ৷ সে যেমনই হোক না কেন, যেকোনও কারোর কাছে শেখাই যেতে পারে ৷ বিশেষত তাপমাত্রার ভারসাম্যর মধ্যে একটি ফারাক লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়তই ৷ যেমনটি জানিয়েছেন ভূতত্ত্ববিদেরা বা ভূবিজ্ঞানিরা ৷ ক্রমাগতই উষ্ণায়নের জেরে পরিবেশের সমতা নষ্ট হচ্ছে, গলে যাচ্ছে হিমবাহ ৷ এরফলে আগামী কয়েক বছরেরই তুমুল ভাবে জলকষ্টের সম্মুখীন হতে পারে সবাইকে ৷

শুধুই আমাদের দেশ নয় বিশ্বজুড়ে তুমুল উষ্ণায়নের কোপে পড়তে পারে সবাই ৷ সরকারি উদ্যোগে বারেবারে প্রচার করা হয়েছে ভৌম্যজলের স্তর নেমে হয়ে যাচ্ছে ৷ জলের অভাবে দেখা দিতে পারে ৷ তাই অকারণে জল অপচয় যাতে সবাই না করে সেই বিষয়েই বিশেষ করে নজর রাখার নির্দেশ ব্যক্তিগত বা সরকারি স্তরেও নেওয়া হচ্ছে ৷ এই নিয়ে ক্রমাগত জনসচেতনতা গড় তোলার জন্য বিজ্ঞাপনও বারেবারে দেখানো হচ্ছে ৷ জল বা পানীয় জল ব্যবহারের পরে অবশ্যই কলের মুখ বন্ধ রাখা উচিৎ ৷

দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক কল রয়েছে যেখানে অনবরত জল পড়ে যাচ্ছে ৷ টিকটক ভিডিওতে এমনই শিক্ষামূলক বার্তা পাওয়া গিয়েছে ৷ দেখা গিয়েছে এমন একটি বাঁদর তীব্র পিপাসায় ট্যাপকলের মুখ খুলে জল খেয়ে সেই কলের মুখ বন্ধ করে রাখছে ৷ এমনই মানবতার পাঠ দিয়েছে বাঁদরটি ৷

First published: January 8, 2020, 5:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर