corona virus btn
corona virus btn
Loading

একাধিক বিষধর সাপের গর্তের সামনে যুবক, হাড়হিম করা দৃশ্যে উত্তাল সোশ্যাল মিডিয়া

একাধিক বিষধর সাপের গর্তের সামনে যুবক, হাড়হিম করা দৃশ্যে উত্তাল সোশ্যাল মিডিয়া

সব থেকে বিপজ্জনক ভিডিও প্রকাশ্যে এসেছে

  • Share this:

গা ছমছমে দৃশ্য, যা দেখলেই ভয়ে কাঁটা হয়ে যেতে হয় ৷ এমনই এক দৃশ্য রাতের অন্ধকারে বাদই দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে দিনের আলোতেও গা ঝমঝমে দৃশ্যতে পরিণত হয়েছে ৷ এমনই এক দুর্ধর্ষ কাজ করে রীতিমত সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন এক যুবক এমন সাহস যা না বললেই নয় ৷ দেখলেই মনে এর জন্য প্রবল সাহস ৷

সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে এমনই হাড়হিম করা ভিডিও ৷ ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ৷ গর্তের মধ্যে একাধিক বিষধর সাপ কখনও ফণা তুলে তো কখনও দিভ বের করে আসে ৷ সাপের বাসায় সাহসী যুবকের হানা এরপর একের পর সাপ বের করছেন নির্ভয়ে ৷ এই ঘটনাটি অবশ্য কোনও সাধারণ ঘটনা নয় ৷ এমন কাজের জন্য দক্ষতা বা অনুশীলনের প্রয়োজন হয়ে থাকে অনুশীলন ছাড়া কেউই এই ধরনের কাজ করার চেষ্টা করবেনা ৷

একই সঙ্গে দুর্বল হৃদয় সম্পন্ন ব্যক্তিদের এই ভিডিওটি না দেখাই ভাল ৷ এক সঙ্গে এত বিষধর সাপ দেখলে গা গুলিয়ে উঠতেই পারে সতর্কতা আবশ্যিক ৷

First published: November 29, 2019, 9:33 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर