বাঙালির কাছে মিথ বা একটি ভাললাগা বা ভালবাসার এক অন্য নাম মিঠুন চক্রবর্তী ৷ তবে বাঙালির কাছে ভাললাগার নামটি একদিনে পরিণত হয়নি ৷ বছরের পর বছর এই ভাললাগার মাত্রা বাড়তেই তিনি আজ বাঙালির সত্যিকারের সুপারস্টার ৷ নাচ, অভিনয়, ব্যক্তিত্ব সব কিচুতেই বাঙালি পেয়েছে নিজেকে খুঁজে ৷ মৃগয়া থেকেই যাত্রা শুরু করেছিলেন মিঠুনদা ৷ শুধুই বাংলা নয় দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত রয়েছে ৷
বাঙালি হিসাবে বাঙালির ঘরে ঘরে আলাদা করে সমাদর পান তিনি ৷ এমনই এক মিঠুনদার ভক্ত তাঁরই জনপ্রিয় ছবি ডিস্কো ডান্সারে নেচে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ আই অ্যামে ডিস্কো জান্সারে গান গেয়ে অবিকল মিঠুন চক্রবর্তীর ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ মূলত ১৯৮২ সালের ১০ ডিসেম্বর মাসে সারা দেশে মুক্তি পেয়েছিল ছবিটির ৷
বাপি লাহিড়ির অনবদ্য সুরে কালজয়ী গানটি সবার কাছে অত্যন্ত প্রিয় হয়েছিল ৷ সেই গানেই মিঠুন চক্রবর্তীর মত নাচার চেষ্টা করেছেন ৷ মিঠুন চক্রবর্তী একজনই হন ৷ তবে ভক্তরা তাঁর প্রিয় চরিত্রকে অনুসরণ করে এগিয়ে যান জীবনের গতিপথে ৷ অনুকরণ নয় প্রিয় চরিত্রকে অনুসরণ করা মানে তাঁর পা ছুঁয়ে তাঁকে স্মরণ করা ৷ সেই ভাইরাল ভিডিও রইল দেখে নিন একনজরে ৷