গল্প নয়, একদমই সত্যি, শুনলে বা দেখলে হয়ত গা শিউরে উঠতে পারে ৷ এমনই একটি ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মনের আনন্দে ও পরম স্নেহে পোষ্যকে স্নান করিয়ে দিচ্ছেন এক যুবক ৷ তবে সেই পোষ্য যেমন তেমন পোষ্য নয় ৷ কিং কোবরাকে রীতিমত সাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছেন এক ব্যক্তি ৷
শুধুই স্নান করানোতেই কাহিনির শেষ নয় ৷ সাবান মাখিয়ে সাপের গা ভাল করে ঘষে দিচ্ছেন ৷ বেশ কয়েক পুট লম্বা কিং কোবরাকে স্নাক করিয়ে কোলে তুলে নিয়ে যাচ্ছেন রোদে যাতে স্নানের পরে গায়ে লাগা জল শুকিয়ে যায় ৷ এমন কাহিনি বিরল বললেও কম হবে দেখা যায়না বলাটাই ঠিক হবে ৷
কিং কোবরা পর্যন্ত যেতে হবেনা স্বল্প বিষধর সাপ বা বিষহীন সাপ দেখলেই ভয়ে কাঁটা হয়ে যায় সবাই সেখানে কিং কোবরা ? কোনও কথা হবেনা ৷ তবে একমাত্র অসম্ভবকে সম্ভব করেছেন ব্যক্তি অকৃত্রিম ভালবাসা দিয়ে ৷ বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া নয় ৷ সাপে মানুষের এক সঙ্গে থাকার গল্প ৷ একবার দেখে নিন সেই ভিডিওটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: King Cobra, Super video viral