corona virus btn
corona virus btn
Loading

ক্রমশই এগিয়ে এসে গায়ে ঘেঁষে পেঁচিকে চুমু কাকাতুয়ার, প্রেমের ভিডিও সুপার ভাইরাল

ক্রমশই এগিয়ে এসে গায়ে ঘেঁষে পেঁচিকে চুমু কাকাতুয়ার, প্রেমের ভিডিও সুপার ভাইরাল

প্রেমই জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলে

  • Share this:

প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ প্রেম ছাড়া জীবনে আর কিছুই ৷ ভালবাসা জীবনের এক তীব্র অনুভূতি ৷ এই ভালবাসাই জীবনকে সুন্দর করে তোলে সুগঠিত হয়ে ওঠে জীবন ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেই ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে একটি কাকাতুয়ার প্রেমের আবেদন একটি পেঁচিকে ৷ একটি ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে দুই প্রান্তে দুই প্রেমের উপকরণ রয়েছে ৷

একটি কাকাতুয়া পরম রোমান্সে পেঁচিতে ডাকছে কাছে একটু একটু করে কাছে আসছে পেঁচির ৷ চুমুকে খেয়ে প্রেম নিবেদন করছে সে ৷ তবে এই প্রেমের আবেদনে খানিকটা লাজুক হয়ে তাকিয়ে আছে প্রেমিকা পেঁচি ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুরন্ত গতিতে ৷ প্রেমের ভাষা পৃতিবীর এমন কোনও মানুষ বা প্রাণী নেই যে ভালবাসার ভাষা বোঝেনা ৷ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গৃহপালিত বা বন্য জীবজন্তু থেকে শুরু করে ইতর প্রাণীও ভালবাসার ডাকে সাড়া দেয় ৷

ভিডিওটি একটি দেখে এক দারুণ পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি যেখানে ভালবাসার নতুন ও অন্য ভাষা ফুটে উঠেছে সেই ভালবাসার ছবি আরও একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ একনজরে দেখে নিন সেই ভিডিওই ৷

First published: January 16, 2020, 12:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर