#মুম্বই: ফের একবার নব্বইয়ের দশকের সুপারহিটে গানে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ বর্তমানে একটি ট্রেন্ড বা ধারা বইছে তাতে প্রতিদিনই সোশ্যাল মিডিয়া উত্তাল করছে বিভিন্ন রকমের প্রতিভা ৷ আমাদের দেশের প্রতিভার কোনও অভাব নেই ৷ প্রতিনিয়ত প্রতিভার বিচ্ছুরণ হচ্ছে ৷
এইবারও তার ব্যতিক্রম কিছু হয়নি ৷ বিজয়পথ ছবির গানে কুমার শানু ও অলকা ইয়াগনিকের ডুয়েট গানের একটি অংশে দারুণ অভিয় করেছে ছোট্ট মেয়েটি ৷ রাঁহমে উনসে মুলাকাত হো গয়ি গানের একটি অংশ দারুণ পছন্দ করেছেন মানুষেরা ৷
এর আগেও বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট ও মিষ্টি মেয়েটি ভাইরাল হয়েছে ৷ আরও একবার এই ভাইরাল মেয়ের গানটি দেখে নেওয়ার সুযোগ থাকছে ৷ তাই দেখুন ভিডিও ৷