corona virus btn
corona virus btn
Loading

ছোট্ট মেয়ের জীবননান্দ দাশের আবার আসিব ফিরে আবৃত্তি, তুমুল গতিতে ভাইরাল

ছোট্ট মেয়ের জীবননান্দ দাশের আবার আসিব ফিরে আবৃত্তি, তুমুল গতিতে ভাইরাল

এক্সপ্রেশনেই মাত করেছে ছোট্ট মেয়ে

  • Share this:

হসিখুশি, আবোল তাবোল, খাইখাই, টুনটুনির গল্প অথবা খুড়োর কল ছোটবেলা ঘোরাফেরা করে এমন ভাবেই ৷ শেখার সময় কখনও সুকুমার রায়, কখনও উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত কিছুই জীবনকে বিকশিত করে তুলতে সাহায্য করে ৷ সৎপাত্র থেকে গোঁফচুরি, ভয় পেওনা ভয় পেওনা ৷

যেকোনও শিশুর উন্নত ভবিষ্যত গড়তে শৈশব অত্যন্ত গুরুতপূর্ণ গ্রহণ করে থাকে ৷ ছোটবেলায় সব ভাল শেখালে বা জীবনের প্রকৃত অর্থ বোঝাতে পারলে সে বড় হয়ে ৷ এক নতুন ও উন্নত জীবনের পথিকৃৎ হওয়ার ৷ ছোটবেলায় শেখা কবিতা, গান, নাচ অর্থাৎ শিল্প সাহিত্যে জমজমাট এক পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ এমনই এক গানে মুখরিত হয়েছে ফেসবুক ৷

একটি ছোট্ট মেয়ের জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় ৷ হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিখের বেশে ৷ দুর্দান্ত পারফরমেন্সে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷

First published: November 13, 2019, 5:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर