corona virus btn
corona virus btn
Loading

মায়ের কোনও বিকল্প নেই, কুকুরছানা নিয়ে খেলবে ছোট্ট শিশু, মা কুকুর হাতে প্রাণ নিয়ে বাঁচাচ্ছে সন্তানদের

মায়ের কোনও বিকল্প নেই, কুকুরছানা নিয়ে খেলবে ছোট্ট শিশু, মা কুকুর হাতে প্রাণ নিয়ে বাঁচাচ্ছে সন্তানদের
প্রতীকী ছবি ৷

সেই আবেগপ্রবণ ভিডিও প্রকাশ্যে আসতে উঠেছে ঝড়

  • Share this:

মানুষে কুকুরে টানাটানি ৷ ও কোনও কাব্য নয় শুধুমাত্র একটি দৃশ্য যা মন-প্রাণকে ঠান্ডা করে দেয় ৷ ঘুরে ফিরে বারেবারে প্রমাণ করে মায়ের কোনও বিকল্প নেই ৷ সে মা যেমনই হোক যেভাবেই হোক মায়ের কোনও বিকল্প সারা পৃথিবী জুড়েই হয়না, সে মা জানোয়ারই হোক বা মানুষ ৷ ওঁর বিকল্প কোনও ভাবেই পাওয়া সম্ভব নয় ৷

ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে মা কুকুর তাঁর ছানা আগলে রেখে বসে আছে ৷ একটি শিশু বারেবারে কুকুরছানা নিয়ে যাওয়ার চেষ্টা করছে মা কুকুর প্রাণপনে বাধা দিচ্ছে ৷ হয়তো শিশুটি খেলা করবার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু নিজের ছো্ট্ট শিশুদের বাঁচাতে মা কুকুরের অত্যন্ত দারুণ প্রয়াস ৷

একে একে করে কুকুরছানাদের নিয়ে চলে যেতে চাইছে বারেবারে একটি একটি করে ছানাদের সামলাতে ব্যস্ত মা কুকুর শিশুটিও নাছোড় বান্দা ৷ ছোট্ট শিশু ও কুকুরছানাদের এই মজার ভিডিও ফেসবুকে রীতিমত ভাইরাল হয়েছে ৷

First published: September 24, 2019, 9:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर