corona virus btn
corona virus btn
Loading

খোল বাজিয়ে মনের আনন্দে শিশুর হরে কৃষ্ণর নাম, তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

খোল বাজিয়ে মনের আনন্দে শিশুর হরে কৃষ্ণর নাম, তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জীবনের সব থেকে খুশির মুহূর্ত

  • Share this:

সঙ্গীত মানুষের জীবনের আঙ্গিককে বদলে দিতে পারে ৷ সঙ্গীত এক মনোরম অনুভূতির জন্ম দেয় মনে ৷ মনের জমে থাকা নানান রকমের কালো মেঘের অবসান নিমেষেই ঘটে ৷ একটু হালকা চালে জীবনের বেশ কিছু সমস্যা সমাধান করে থাকেন ৷ কেউ কোনও কাজ ভালবেসে করে থাকেন ৷ কেউ বা ঠ্যালায় পড়ে কোনও কাজ করেন ৷

তবে সেই কাজই বিশেষ ভাবে জীবনকে সাজিয়ে তোলে নতুন করে ৷ যেই কাজ মন থেকে করা হয়, সেই কাজেই গুণগত মান অত্যন্ত ভাল হয়ে থাকে ৷ তাই গুরুজনেরা সব সময়েই এই পরামর্শ দিয়ে থাকেন সেই কাজই মন দিয়ে কর যেই কাজের প্রতি তোমার অনুরাগ আছে ৷

এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল যেখানে একটি শিশু খোল বাজিয়ে বাজিয়ে অভিনয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ৷ নিজের মনে ভালবাসে গাইছে ৷ এতটাই ছোট এই শিশু যে এই বয়সে এই নামের মাহাত্ম্য বোঝা সম্ভব নয় ৷ কিন্তু শিশুটি মন দিয়ে আনন্দ সহকারে গানটি গাইছে সেই ভিডিওটিই ব্যাপক হারে ছড়িয়েছে ফেসবুকে ৷

First published: October 23, 2019, 3:58 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर