Home /News /life-style /
লেখাপড়ায় অবহেলা নয়, অবসরে মায়ের হাতের তেলেভাজা বিক্রি করে দৃষ্টান্ত চতুর্থ শ্রেণির পড়ুয়ার

লেখাপড়ায় অবহেলা নয়, অবসরে মায়ের হাতের তেলেভাজা বিক্রি করে দৃষ্টান্ত চতুর্থ শ্রেণির পড়ুয়ার

ভিডিওটি দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

  • Last Updated :
  • Share this:

লেখাপড়া মানুষকে জীবনের বিভিন্ন প্রান্তে সুপ্রতিষ্ঠিত করতে বিশেষ ভাবে সাহায্য করে ৷ তবে লেখাপড়ার জন্য সব থেকে বড় বিষয় হল ইচ্ছাশক্তি সবাইতো আর সোনার কাঠি বা রুপোর কাঠি মুখে দিয়ে জন্মায়না ৷ লড়ে, সংগ্রাম করে নিজের জায়গা করে নিতে হয় তবেই সমাজ বিশেষ ভাবে মর্যাদা দেয় ৷ তবেই মানুষের মত মানুষ হওয়ার ক্ষেত্রে এক বড় সুযোগ পাওয়া যায় ৷

লেখাপড়া করে শুধুই নিজের ডিগ্রি বাড়ানো কখনই উদ্দেশ্য হতে পারেনা লেখাপড়া মানুষকে যোগ্য করে তোলে ৷ দায়িত্বজ্ঞানও বাড়িয়ে তোলে, লেখাপড়া একজন পুরুষ বা নারীকে উপযুক্ত নাগরিক করে তোলে ৷ সব থেকে বড় কথা নিজের মা, বাবা স্বপ্নপূরণ করতে গেলে লেখাপড়া অত্যন্ত জরুরি ৷ অন্তত ছোটবেলা থেকে এমনটাই শিক্ষা দেওয়া হয় পড়ুয়াদের ৷ এমনই এক শিক্ষামূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থ শ্রেণির এক পড়ুয়া মায়ের বানানো সিঙ্গারা বিক্রি করে সংসার চালাত সাহায্য করছে ৷ তবে তা লেখাপড়াকে কোনও ভাবেই অবহেলা করে নয় ৷

তার সহজ সরল স্বীকারোক্তি কাহিনিতে একটি বাড়তি মাত্রা যোগ করেছে ৷ সে সুখী হোক, আগামী দিনে মস্ত বড় মাপের মানুষ হোক এক প্রার্থনা রইল ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Super Viral, Viral Video