সুন্দরের সৌন্দর্য সুধা প্রতিটি মানুষই পান করে থাকেন ৷ এই সমস্ত অনুভূতির সঙ্গে আরও বেশ কিছু অনুভূতি সম্পৃক্ত করে জীবনকে নতুন ভাবে গড়ে তোলে ৷ সৌন্দর্যের সুধা সবাই পান করতে ভালবাসেন ৷ সৌন্দর্য বলতে একমাত্র বোঝা যায় নারীর সৌন্দর্যকে বোঝায় ৷ পৃথিবীতে নারীর প্রতি আকৃষ্ট হননা এমন মানুষ নেই বললেই চলে ৷ নারীকে নিয়ে বিভিন্ন সময়ে কবি, সাহিত্যিক নানান ভাবে রচনা বা কাব্য করেছেন ৷ নারীর এক মাথা ঘন কালো বা লম্বা চুল, হাসি, চলফেরা সমস্ত কিছু প্রতিটি পুরুষকে মুগ্ধ করে তবে এই মুগ্ধ করার প্রবণতা কাল থেকে মহাকালে বদলেছে ৷
আবেগ একই রকমের আছে ৷ বদলেছে প্রকাশ ভঙ্গিও ৷ নারীর সঙ্গে প্রকৃতিকে ব্যাখ্যা করে বারেবারে সেই নারীর শক্তিকেই শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন ৷ নারীকে পুরুষেরা এক অঙ্গে অনেক রূপ হিসাবে কল্পনা করে থাকেন ৷ তবে সৃষ্টিশীলতা, মন্ময়তা, সৌন্দর্যে যুগে যুগে নারীর পুরুষের অনুপ্রেরণায় পরিণত হয়েছে ৷
এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে আঁচল উড়িয়ে লাল ধরনের আঁচল বাতাসে উড়িয়ে এক নতুন সৌন্দর্যের সৃষ্টি করেছেন সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ৷ মাতাচ্ছে, কাঁপাচ্ছেও বটে ৷ এমন এক মিষ্টি ভিডিও একনজরে দেখে নিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Video viral