হোম /খবর /লাইফস্টাইল /
পরণে সুন্দর শাড়ি, লম্বা আঁচলে বাতাসে উড়িয়ে ফেসবুক কাঁপিয়েছেন সুন্দরী

পরণে সুন্দর শাড়ি, লম্বা আঁচলে বাতাসে উড়িয়ে ফেসবুক কাঁপিয়েছেন সুন্দরী, দুর্বার গতিতে ভাইরাল

মৃদু হাওয়ায় দুলছে আঁচল, খোলা চুলে উঠেছে তুফান, সঙ্গে হিন্দি গান সব মিলিয়ে এক জমজমাট আবহ

  • Last Updated :
  • Share this:

সুন্দরের সৌন্দর্য সুধা প্রতিটি মানুষই পান করে থাকেন ৷ এই সমস্ত অনুভূতির সঙ্গে আরও বেশ কিছু অনুভূতি সম্পৃক্ত করে জীবনকে নতুন ভাবে গড়ে তোলে ৷ সৌন্দর্যের সুধা সবাই পান করতে ভালবাসেন ৷ সৌন্দর্য বলতে একমাত্র বোঝা যায় নারীর সৌন্দর্যকে বোঝায় ৷ পৃথিবীতে নারীর প্রতি আকৃষ্ট হননা এমন মানুষ নেই বললেই চলে ৷ নারীকে নিয়ে বিভিন্ন সময়ে কবি, সাহিত্যিক নানান ভাবে রচনা বা কাব্য করেছেন ৷ নারীর এক মাথা ঘন কালো বা লম্বা চুল, হাসি, চলফেরা সমস্ত কিছু প্রতিটি পুরুষকে মুগ্ধ করে তবে এই মুগ্ধ করার প্রবণতা কাল থেকে মহাকালে বদলেছে ৷

আবেগ একই রকমের আছে ৷ বদলেছে প্রকাশ ভঙ্গিও ৷ নারীর সঙ্গে প্রকৃতিকে ব্যাখ্যা করে বারেবারে সেই নারীর শক্তিকেই শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন ৷ নারীকে পুরুষেরা এক অঙ্গে অনেক রূপ হিসাবে কল্পনা করে থাকেন ৷ তবে সৃষ্টিশীলতা, মন্ময়তা, সৌন্দর্যে যুগে যুগে নারীর পুরুষের অনুপ্রেরণায় পরিণত হয়েছে ৷

এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে আঁচল উড়িয়ে লাল ধরনের আঁচল বাতাসে উড়িয়ে এক নতুন সৌন্দর্যের সৃষ্টি করেছেন সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ৷ মাতাচ্ছে, কাঁপাচ্ছেও বটে ৷ এমন এক মিষ্টি ভিডিও একনজরে দেখে নিন ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Video viral