Home /News /life-style /
কিস ডের বড় প্রাপ্তি ! চুমু খাবেই শপথ নিয়ে পাগলের মত মানুষের ঘাড়ে উঠল গরু

কিস ডের বড় প্রাপ্তি ! চুমু খাবেই শপথ নিয়ে পাগলের মত মানুষের ঘাড়ে উঠল গরু

টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

 • Share this:

  আজ প্রেম দিবসের ঠিক আগের দিন ৷ অর্থাৎ সারা পৃথিবীজুড়ে আগামিকাল সবাই ভ্যালেন্টাইনস ডে পালন করবে তার আগে আজ চুমু দিবস ভ্যালন্টাইনস ডের নেট প্র্যাকটিসটা অনেকেই সেরে রাখতে পারেন ৷ মনেরর মানুষকে একটু কাছে পেয়ে দু'চারটি কথা বলে সমস্ত মনের বোঝা হালকা করা ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় ৷

  জীবনের ওঠাপড়ার মাঝেই তৈরি হয় জীবনের নানান অধ্যায় ৷ এই অধ্যায়ের বিভিন্ন মধ্যে সব থেকে বড় কথা হল জীবনের প্রমের বহিঃপ্রকাশ প্রেম থাকলে জীবনে সব কিছুই ভাল থাকে ৷ আর প্রেম না থাকলে কোনও কিছুই ভাল থাকেনা ৷ বেঁচে থাকার জন্য একটু মানসিক শান্তি আর অনেক প্রেমের প্রয়োজন হয়ে পড়ে ৷ প্রেমের বিভিন্ন পর্যায়ে এসে দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে সঙ্গে ভালবাসার ভাষা বোঝে বোনের পশু থেকে শুরু করে ৷মানুষ তো মানুষ পশুরাও ৷

  এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি গরু চুমু খাবে বলেই মানুষের ঘাড়ে উঠে পড়েছে সেই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ এক নয় সবাই বারবার দেখেছেন যা সুপার ভাইরাল হয়েছে ৷ তবে নিছকই মজার ভিডিও মজা করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Super Viral, Viral Video

  পরবর্তী খবর